কলকাতা, 17 এপ্রিল: তর তর করে চড়ছে পারদ ৷ কলকাতার তাপপ্রবাহে মানুষের সঙ্গে হাঁসফাঁস অবস্থা পশুদেরও ৷ দাবদাহে শরীর ঠিক রাখতে নানান পদক্ষেপ গ্রহণের কথা বলছেন চিকিৎসকরা । দিনের নির্দিষ্ট সময়ে বাড়ির বাইরে অর্থাৎ রোদে না থাকার পরামর্শও দিচ্ছেন । এমনকী পরিস্থিতিতে একগুচ্চ পদক্ষেপ নিয়েছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষও । সেখানকার পশু-পাখিদের শরীর ঠিক রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর আইএফএস শুভঙ্কর সেনগুপ্ত । মূলত দশ দফা পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি । পশু-পাখিদের জন্য রসালো ফলের ব্যবস্থা করা হয়েছে । পরিখার মধ্যে ঠান্ডা জল, বরফেরও ব্যবস্থা থাকছে ।
আর কী কী ব্যবস্থা রয়েছে সেই তালিকায়...
- পশুদের স্নান এবং পানীয়র জন্য সর্বোচ্চ পরিমাণ জলের ব্যবস্থা ।
- পানীয় জলে ওআরএস মিশিয়ে রাখা ৷
- খাদ্যের পরিমাণে পরিবর্তন ৷
- অধিক পরিমাণে জলযুক্ত খাবার- সবুজ চারা/ তরমুজ / শসা/ তাজা ফল/ দই দেওয়া হচ্ছে ।
- পরিখা বা ঘের আর্দ্র রাখতে এবং তাপমাত্রা কমানোর জন্য স্প্রিংকলার সেট আপ করা হয়েছে । দিনের নির্দিষ্ট সময়ে স্প্রে করা হচ্ছে ।
- ক্যাঙারু এবং ভালুকের ঘেরে এয়ার কুলার স্থাপন করা হয়েছে ।
- বিভিন্ন খাঁচায় ছায়া বাড়াতে চাঁদোয়ার ব্যবস্থা থাকছে ।
- বরফের স্ল্যাবগুলিকে জলে অথবা ঘেরের ভিতরে রাখার জন্য প্রস্তুত রাখা হয়েছে ৷
- ঘেরের ভিতরে বৈদ্যুতিক পাখা স্থাপন করা হয়েছে ।
- চরম তাপ এড়াতে পশুদের খাওয়ানোর সময় পরিবর্তিত করা হয়েছে ।