পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শহরের বিভিন্ন এলাকায় হেলে রয়েছে বাড়ি, বাঘাযতীনের পর একে একে আসছে প্রকাশ্যে - BUILDING TILTS IN KOLKATA

বাঘাযতীন-কাণ্ডের পর এবার কলকাতার বিভিন্ন এলাকায় হেলে থাকা একের পর এক বাড়ি প্রকাশ্যে আসছে ৷

ETV BHARAT
শহরের বিভিন্ন এলাকায় হেলে রয়েছে বাড়ি (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2025, 12:18 PM IST

কলকাতা, 26 জানুয়ারি:বাঘাযতীনের পরে পানিহাটি ও কামারহাটি পুরসভার বাড়ি হেলে পড়ে । পরবর্তী সময়ে কলকাতার ট্যাংরা, তপসিয়া, বিধান নগরের বাগুইআটি , চৌরঙ্গী রোড থেকে এন্টালি, বেদিয়াডাঙা থেকে ক্যামাকস্ট্রিটে একের পর এক বাড়ি হেলে পড়ার ঘটনা প্রকাশ্যে আসছে ।

শনিবার দেখা যায়, 90/1/2 চৌরঙ্গি রোডে 71 নম্বর ওয়ার্ডে 6 তলা বাড়ি হেলে পড়েছে পাশের একটি নতুন বাড়ির উপর । 50 বছরের পুরনো বাড়ি । এই বাড়িতে 6টা পরিবার আছে । নীচতলায় চলছে অফিস । উপরেরগুলিতে থাকেন আবাসিক । মাস ছয় আগেও পুরনিগম গিয়ে বাড়িটি ভাঙার নোটিশ দেয় । তবে আদালতে মামলা চলায় সেই ভাঙার কাজ করে উঠতে পারছে না কলকাতা পুরনিগম । তবে এই বাড়ি যে বিপজ্জনক সেকথা জানিয়ে তারা বোর্ড টাঙিয়ে দিয়েছে ।

হেলে রয়েছে বাড়ি (নিজস্ব চিত্র)

55 নম্বর ওয়ার্ডের এন্টালি এলাকার ছাতুবাবু লেনে চার তলা বাড়ি ডান দিকের বাড়ির গায়ে হেলে পড়েছে । ওই বাড়়িটি 10 বছরের পুরনো । 67 নম্বর ওয়ার্ড এলাকায় যে বাড়িটি হেলে পড়়েছে তার ঠিকানা 7/1 বেদিয়া ডাঙা মসজিদ বাড়ি বাই লেন । বালিগঞ্জ এলাকায় 4 তলা বাড়ি ডান দিকে হেলে পড়েছে । সেখানে চারটে ফ্ল্যাট আছে । 15 বছরের পুরনো বাড়িটি বছর 10 ধরে হেলে আছে । 63 নম্বর ওয়ার্ডে 12/সি ক্যামাক স্ট্রিটে 16 তলা বাড়িতে 69টি পরিবারের বসবাস । 49 বছর বয়সি বাড়িটি কম করে বছর 40 বছর আগেই হেলে গিয়েছে ৷

এ প্রসঙ্গে কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম বলেন, "নিজেদের মতো লোকজন না লাগিয়ে কলকাতা পুরনিগমের তালিকাভুক্ত লাইসেন্সড বিল্ডিং সার্ভেয়ারদের দিয়ে নকশা অনুমোদন করিয়ে বাড়ি তৈরি করা উচিত । তাহলে তাঁরা নিয়ম মেনে দায়বদ্ধভাবে কাজ করবেন ।"

ABOUT THE AUTHOR

...view details