দার্জিলিং, 27 মে: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক ববিতা দত্তের মৃত্যুতে এখনও অধরা মূল অভিযুক্ত অধ্যাপক। প্রতিবাদে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে 24 ঘণ্টা ধর্মঘট পালন করল এবিভিপি। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা বিশ্ববিদ্যালয়ের লাইফ লং লার্নিং অ্যান্ড এক্সটেনশন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক সিদ্ধার্থ শংকর লাহাকে এখনও ধরতে পারেনি পুলিশ। ঘটনার 10 দিন অতিক্রান্ত হয়ে গেলেও অভিযুক্ত অধ্যাপকের কোনও হদিশ নেই। ফলে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে।
তাদের অভিযোগ, গবেষিকার মৃত্যুর জন্য দায়ী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের লাইফ লং লার্নিং অ্যান্ড এক্সটেনশন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান সিদ্ধার্থ শংকর লাহা। অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর দীর্ঘ 10 দিন কেটে গেলেও অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে পুলিশ কোনওরকম ব্যবস্থা নেয়নি। তারই প্রতিবাদে এবিভিপির পক্ষ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দেয়। এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এসে তালা বন্ধ করে দেন এবিভিপির সমর্থকরা। ফিন্যান্স ডিপার্টমেন্ট থেকে কর্মচারীদের বাইরে বের করে দেওয়া হয়।
আরও পড়ুন:অস্থায়ী কর্মী ও পড়ুয়াদের বিক্ষোভে ফের অচলাবস্থা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে