কলকাতা, 6 মে: মঙ্গলবার রাজ্যের চারটি কেন্দ্রে লোকসভা নির্বাচন । ভোট হবে দুই মালদা, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে। পাশাপাশি উপনির্বাচন রয়েছে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে। মোট চারটি লোকসভা কেন্দ্র মিলিয়ে বুথের সংখ্যা 7360 । স্পর্শকাতর বুথের সংখ্যা 3675। চার আসন মিলিয়ে আগামিকাল মোট প্রার্থীর সংখ্যা 57। এই মোট সংখ্যার মধ্যে মাত্র তিনজন মহিলা প্রার্থী।
চার কেন্দ্রে মোট 57 জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা
মালদা দক্ষিণ কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা 17 জন। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে প্রত্যেক বুথে দুটি করে ব্যালট ইউনিট থাকবে। কারণ, এখানে মোট প্রার্থীর সংখ্যা 17 জন। নিয়ম মাফিক একটি ব্যালট ইউনিটে সর্বোচ্চ 16 জন প্রার্থীর নাম থাকতে পারে। মালদা উত্তরে মোট প্রার্থীর সংখ্যা 15। জঙ্গিপুরে মোট প্রার্থীর সংখ্যা 14। মুর্শিদাবাদে মোট প্রার্থীর সংখ্যা 11। ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা হল 7। চারটি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট বুথ ও স্পর্শকাতর বুথের সংখ্যা 3675।
চার কেন্দ্রে 215 জন অবজারভার
মালদা উত্তরে মোট বুথের সংখ্যা 1812টি। মাইক্রো অবজারভারের সংখ্যা 75 জন। ক্রিটিক্যাল পোলিং স্টেশনের সংখ্যা 651। মালদা দক্ষিণ কেন্দ্রে মোট বুথ 1759টি। মাইক্রো অবজারভারের সংখ্যা 70। ক্রিটিক্যাল পোলিং স্টেশনের সংখ্যা 702টি। জঙ্গিপুরে মোট বুথের সংখ্যা 1851টি । মাইক্রো অবজারভারের সংখ্যা 70 জন। ক্রিটিক্যাল পোলিং স্টেশনের সংখ্যা 762টি । মুর্শিদাবাদে মোট বুথের সংখ্যা 1938টি। মাইক্রো অবজারভারের সংখ্যা 70 জন । ক্রিটিক্যাল পোলিং স্টেশনের সংখ্যা 1560টি।
চার কেন্দ্রে 406 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
চারটি কেন্দ্র মিলিয়ে মোট কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা 406। তবে এর মধ্যে মোতায়েন হবে 334 কোম্পানি। দুই মালদা মিলিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন থাকবে 144 কোম্পানি। জঙ্গিপুর পুলিশ জেলায় মোতায়ন করা থাকবে 64 কোম্পানি বাহিনী। মুর্শিদাবাদ পুলিশ জেলায় থাকছে 114 কোম্পানি। কৃষ্ণনগর পুলিশ জেলায় থাকছে 12 কোম্পানি বাহিনী। মোট রাজ্যে পুলিশের সংখ্যা 13,601 বাহিনী। দুই মালদা মিলিয়ে থাকবে কোম্পানি। জঙ্গিপুর পুলিশ জেলায় থাকছে 2628 বাহিনী। মুর্শিদাবাদ পুলিশ জেলায় থাকছে 4724 বা বাহিনী। কৃষ্ণনগর পুলিশ জেলায় থাকছে 767 রাজ্য বাহিনী। চারটি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট কুইক রেসপন্স টিম থাকবে 331টি। দুই মালদায় থাকছে ১৪৩টি সেকশন কুইক রেসপন্স টিম । জঙ্গিপুর পুলিশ জেলায় থাকছে ৬৩ টি সেকশন কুইক রেসপন্স টিম । মুর্শিদাবাদ পুলিশ জেলায় ১১৩ সেকশন কুইর রেসপন্স টিম থাকছে । কৃষ্ণনগর পুলিশ জেলায় থাকছে 12 সেকশন কুইক রেসপন্স টিম। চারটি লোকসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছে 73 লাখ 37 হাজার 651 জন । 4টি লোকসভা কেন্দ্রে মোট মহিলা ভোটারের সংখ্যা 36 লক্ষ 12 হাজার 395 জন ।
আরও পড়ুন:
- লোকসভা নির্বাচনে একটা আসন বেশি হলেই এগিয়ে আসবে বিধানসভা নির্বাচন: সুকান্ত মজুমদার
- নিজেকে জগন্নাথের পুত্র বলে মোদির দাবি - 'ওড়িশায় বিজেডি সরকারের মেয়াদ শেষ 4 জুন'