পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পার্থকে ইডি গ্রেফতার করলে ধর্মেন্দ্র প্রধানকে কেন নয় ? একুশের মঞ্চে প্রশ্ন অভিষেকের - Abhishek in 21 July TMC Rally - ABHISHEK IN 21 JULY TMC RALLY

Abhishek Banerjee in 21 July TMC Rally: পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করলে নিট কেলেঙ্কারিতে ধর্মেন্দ্র প্রধানকে কেন ইডি গ্রেফতার করছে না ? একুশ জুলাইয়ের মঞ্চ থেকে এই প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

ETV BHARAT
একুশের মঞ্চে ধর্মেন্দ্র প্রধানকে তোপ অভিষেকের (ছবি: ফেসবুক)

By ETV Bharat Bangla Team

Published : Jul 21, 2024, 1:41 PM IST

Updated : Jul 21, 2024, 2:09 PM IST

কলকাতা, 21 জুলাই:একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন যে, নিট কেলেঙ্কারির পর কেন ধর্মেন্দ্র প্রধানকেও গ্রেফতার করা হবে না ?

অভিষেক এদিন বলেন, "পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে ৷ যদি কেউ দোষ করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হোক ৷ এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়ে ইডি তাঁকে গ্রেফতার করতে পারে, তাহলে স্বাধীন ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি তো নিট কেলেঙ্কারি ৷ সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাঁকে গ্রেফতার করবে না ?"

এদিন বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, "তৃণমূলকে ছোট করতে গিয়ে ওরা বাংলাকে ছোট করেছে ৷ যারা সন্দেশখালি বলে গলা ফাটিয়েছিল, যে সন্দেশখালিকে বিজেপি হাতিয়ার করেছিল, সেখানে অর্থাৎ বসিরহাটে তৃণমূল সাড়ে তিন লাখ ভোটে জিতেছে ৷ বিজেপির কাছে সব আছে ৷ তৃণমূলের কাছে জনতা জনার্দন আছে ৷ জনতার ময়দানে লড়াই হোক ৷" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে অভিষেক বলেন, "অমিত শাহ বলেছিলেন বাংলা থেকে আমাদের ভাগাবেন ৷ আজ বিজেপিকে বাংলার মানুষ ভাগিয়ে ঝেঁটিয়ে বিদায় দিয়ে মোদিকে উচিত শিক্ষা দিয়েছে ৷"

আজ দলীয় কর্মীদের আত্মতুষ্টিতে না-ভুগে 2026-এর নির্বাচনে আরও বেশি আসনে জেতার লক্ষ্যে ঝাঁপানোর বার্তা দিয়েছেন অভিষেক ৷ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে বিপুল জয়ের উদযাপনের পাশাপাশি যে 2026 সালের বিধানসভা ভোটের প্রস্তুতি হতে চলেছে তা অনুমেয় ছিল ৷ সেই কথাই শোনা গেল অভিষেকের মুখে ৷ তবে দলীয় কর্মীদের কড়া বার্তা দিয়ে এদিন তিনি বলেছেন, গা-ছাড়া মনোভাব দেখালে দল কারওকে রেয়াত করবে না ৷ অভিষেক এদিন জানান, তিনি গত দেড়মাস কোনও রাজনৈতিক কর্মসূচিতে ছিলেন না ৷ তার কারণ, তিনি লোকসভা ভোটের ফলাফল পর্যালোচনা করছিলেন ৷ আগামী তিন মাসের মধ্যে তাঁর পর্যালোচনার ফল কর্মীরা দেখতে পাবেন বলে জানিয়েছেন অভিষেক ৷

তিনি পুরসভা ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের প্রতি কড়া বার্তা দিয়ে বলেন, "আগামী দিনের লড়াই আরও বৃহত্তর ৷ ছাব্বিশের জন্য প্রস্তুতি নিতে হবে ৷ পঞ্চায়েত ও পুরসভার জনপ্রতিনিধিদের শুধু নিজেদের কথা ভাবলে হবে না, কর্মীদের কথা ভাবতে হবে ।" নিচুতলার কর্মীরা নিজেদের নির্বাচনের সময় নিজেদের উজাড় করে পরিশ্রম করেন, অথচ লোকসভা বা বিধানসভা নির্বাচনে তাঁরা গা-ছাড়া মনোভাব দেখান ৷ ভাবেন, দলই সব ব্যবস্থা করবে ৷ এটা ভাবলে নিচুতলার কর্মীদের শাস্তি পেতে হবে বলে সাফ জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ কড়া সুরে তিনি বলেছেন, "যত বড় নেতার ছত্রছায়াতেই থাকুন, কারওকে রেয়াত করা হবে না ।"

এদিন নবীন ও প্রবীণদের মধ্যে সমন্বয় রাখারও বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেছেন, "পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উদ্দীপনা, তৃণমূলের একই বৃন্তে দুটি কুসুম ৷ কর্মীদের মধ্যে সমঝোতা থাকতে হবে ৷ সবাইকে সংযত থাকতে হবে ৷"

Last Updated : Jul 21, 2024, 2:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details