পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলাশয়ে উদ্ধার নরকঙ্কাল, ঘটনায় চাঞ্চল্য কালিয়াগঞ্জে - নরকঙ্কাল

Skeleton Recovered in Kaliaganj: কালিয়াগঞ্জে পরিত্যক্ত একটি জলাশয় থেকে উদ্ধার হল একটি নরকঙ্কাল ৷ পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া কঙ্কালটি নিখোঁজ স্থানীয় বাসিন্দা মহসিন আলির হতে পারে ৷ তবে, তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হতে পারে ৷ আপাতত লঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 4:09 PM IST

কালিয়াগঞ্জে জলাশয় থেকে নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

রায়গঞ্জ, 16 ফেব্রুয়ারি:পরিত্যক্ত জলাশয় থেকে নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ৷ শুক্রবার সকালে কঙ্কালটি উদ্ধার হয় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মালগাও গ্রাম পঞ্চায়েতের পলিহারের তিনঢিপি এলাকায় ৷ জানা গিয়েছে, শুকিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা জলাশয়ে ওই কঙ্কালটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা ৷ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ঘটনার খবর পেয়ে পুলিশে জানান ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করেছে ৷ উল্লেখ্য, গত 5 মাস ধরে নিখোঁজ থাকা স্থানীয় মহসিন আলির কঙ্কাল বলে অনুমান করা হচ্ছে ৷

পুলিশ কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ স্থানীয় সূত্রে খবর, গতবছর 1 অক্টোবর থেকে নিখোঁজ কালিয়াগঞ্জের পলিহার এলাকার বাসিন্দা মহসিন আলি ৷ পরিবারের তরফে কালিয়াগঞ্জ থানায় একটি নিখোঁজের অভিযোগও করা হয় ৷ কঙ্কালটির কোমরে থাকা সিকিউরিটি গার্ডের বেল্ট দেখে, পরিবারের অনুমান কঙ্কালটি মহসিনের হলে হতে পারে ৷ পুলিশ আপাতত মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে ৷ আর কঙ্কালের শনাক্ত করার জন্য সেটিকে ফরেন্সিকে পাঠানো হবে ৷ প্রয়োজনে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হবে প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে ৷

অন্যদিকে, মহসিন আলির নিখোঁজ হওয়ার ঘটনায় কোনও অন্তর্ঘাতের আশঙ্কা করছে মৃতের পরিবার ৷ মহসিনের ভাই মোক্তার আলির অভিযোগ, তাঁর দাদা ও বৌদির মধ্যে সম্পর্ক ভালো ছিল না ৷ কঙ্কালটি মহসিনের হলে, তাঁর মৃত্যুতে স্ত্রী নুরহাজান খাতুন জড়িত কিনা, তা যেন তদন্ত করে দেখা হয় ৷ এমনটাই দাবি করেছেন মোক্তার আলি ৷ তবে, মহসিন আলি ভিনরাজ্য নিরাপত্তারক্ষীর কাজ করতেন ৷ তিনি সেপ্টেম্বর মাসে বাড়ি ফিরেছিলেন ৷ কিন্তু, বাড়িতে থাকাকালীন নিরাপত্তারক্ষীর পোশাক কেন পড়ে থাকবেন ? এমনও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

অন্যদিকে, নিঁখোজ মহসিনের স্ত্রী নুরজাহান খাতুন বলেন, "আমার স্বামী পাঁচ মাস ধরে নিখোঁজ ৷ স্থানীয় লোকেদের কাছে জানতে পেরে, আমি থানায় এসে কঙ্কালটি দেখেছি ৷ কোমরের বেল্ট দেখে মনে হচ্ছে আমার স্বামীর হতে পারে ৷ আমার স্বামীকে খুন করা হয়েছে। আমি এর বিচার চাই ৷"

আরও পড়ুন:

  1. পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার 5টি নরকঙ্কাল !
  2. এক বছর ধরে দেহ আগলে! খবর পেয়ে 2 বোনকে সরিয়ে মায়ের কঙ্কাল উদ্ধার পুলিশের
  3. 36 তলা আবাসনের নীচ থেকে উদ্ধার মহিলার রক্তান্ত দেহ, আত্মহত্যা বলে অনুমান পুলিশের

ABOUT THE AUTHOR

...view details