কোচবিহার, 4 সেপ্টেম্বর: কেউ কয়েক মাস আগে, তো কেউ প্রায় এক বছর আগে ৷ মায়ের কোল খালি করে হারিয়ে গিয়েছিল যে সমস্ত শিশু, তাদের এবার মায়ের কোলে ফিরিয়ে দিল কোচবিহার জেলা পুলিশ ৷ 'অপারেশন আনন্দ'-এর আওতায় অগস্ট মাসে পঞ্চম পর্যায়ে মোট 59 জন শিশুকে উদ্ধার করেছে পুলিশ ৷
কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ইটিভি ভারত) বুধবার কোচবিহার জেলা পুলিশ সুপারের দফতর থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয় ৷ বৈঠকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা জানান, পঞ্চম পর্যায়ে একাধিক নিখোঁজ শিশুকে উদ্ধার করেছে কোচবিহার জেলার বিবিন্ন থানা । দীর্ঘদিন ধরেই কোচবিহার জেলা পুলিশ এমসিটিপি পোর্টালের মাধ্যমে অপারেশন আনন্দ অভিযান চালাচ্ছে ৷ নিখোঁজ শিশুদের উদ্ধার করে আসছে ।
এই প্রকল্পের মাধ্যমে এর আগে 4 পর্যায়ে একাধিক শিশুকে উদ্ধার করে কোচবিহার পুলিশ ৷ তাদের পরিবারের সুরক্ষিত অবস্থায় পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৷ গত অগস্ট মাসের এক তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত অপারেশন আনন্দের মাধ্যমে মোট 59 জন শিশু উদ্ধার করেছে পুলিশ । সুপার জানিয়েছেন, তাদের মধ্যে সব থেকে বেশি শিশু উদ্ধার করা হয়েছে পুন্ডিবাড়ী থানা এলাকা থেকে ৷ সেখান থেকে 15টি শিশু উদ্ধার হয়েছে । পাশাপাশি, শীতলকুচি থানা থেকে 7 জন, কোতোয়ালি থানা থেকে 7 জন, সাহেবগঞ্জ থানা থেকে 8 জন শিশুকে উদ্ধার করা হয়েছে ।
সুপার জানিয়েছেন, বিভিন্ন থানার নিখোঁজ ডায়েরির তদন্ত করে এখনও পর্যন্ত মোট 194 জন শিশুকে উদ্ধার করেছে পুলিশ । কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, "কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে গত অগষ্ট মাসে 59 জন নিখোজ শিশুকে উদ্ধার করে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে । এখনও পর্যন্ত নিখোঁজ হওয়া 194 জন শিশুকে উদ্ধার করা হয়েছে আনন্দ প্রকল্পের মাধ্যমে ।" জেলা পুলিশের পক্ষ থেকে এই প্রকল্প এখন চলবে বলেই জানিয়েছেন তিনি ৷