আসানসোল, 26 জুলাই: পুলিশের জালে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা কাণ্ডের মূল অভিযুক্ত ৷ প্রথমে বেকার ছেলেমেয়েদের চাকরির লোভ দেখিয়ে চাকরি দেওয়া হত কল সেন্টারে ৷ তারপর তাদের দিয়ে ফোন করিয়ে এটিম বাসানোর নাম করে চলত টাকা হাতানোর কাজ ৷ আসানসোলের বারাবনি পানুরিয়া গ্রামের এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতরা হলেন শুভঙ্কর ব্রহ্মচারি ও তার স্ত্রী মানসী পাল এবং মৌসুমী হাতি নামে আর এক মহিলা । 40টি মোবাইল একটি একটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্ত শুভঙ্কর ব্রহ্মচারী বাঁশদ্রোনির বাসিন্দা ৷ কখনও মোবাইল টাওয়ার বসানো আবার কখনও এটিএম বসানোর নাম করে চলত টাক হাতানোর কাজ ৷ চাকরির নাম করে নিযুক্ত করা বেকার ছেলেমেয়েদের কাজে লাগিয়ে চলত এই কাজ ৷ চাকরি করতে আসা কম বয়সি যুবক যুবতিরা বুঝতেই পারত না-তাদের ব্যবহার করেই চলছে প্রতারণার বড় ছক। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারের ডিসি (পশ্চিম) সন্দীপ কররার দাবি, শুধুমাত্র চিন্তামণি চর নয় এই ঘটনায় আরও অনেকে প্রতারিত হয়েছেন। লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে এই শুভঙ্কর ব্রহ্মচারী এবং তার স্ত্রী মিলে। পাশাপাশি এই প্রতারণা চক্র আরও কতদূর বিস্তৃত, তা জানতে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে ।