প্যারিস, 8 অগস্ট: ভিনেশ ফোগতের ঘটনার ক্ষত এখনও টাটকা ভারতের ক্রীড়া অনুরাগীদের মনে ৷ ঘটনার কথা হজম করতে কষ্ট হচ্ছে অধিকাংশ ভারতবাসীর ৷ এরমধ্যে কুস্তিতে ফের আশার আলো জ্বালালেন আমন শেরাওয়াত ৷ 57 কেজি বিভাগে বৃহস্পতিবার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন জেলিমখান আবাকারোভকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিলেন এশিয়াডে ব্রোঞ্জজয়ী ৷ একপেশে বাউটে ভারতীয় পালোয়ান জিতলেন 12-0 পয়েন্টে ৷
আমনের প্যাঁচে কাত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন: প্রথম ম্যাচে জয়ের পর বৃহস্পতিবার দ্বিতীয় ম্য়াচে আলবেনিয়ার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে এদিন একতরফা ম্য়াচে হারালে আমন শেরাওয়াত ৷ ভারতীয় কুস্তিগীরের সামনে কোনও প্রতিরোধই এদিন গড়ে তুলতে পারেননি জেলিমখান আবাকারোভ ৷ যিনি প্রতিযোগিতার চতুর্থ বাছাইও বটে ৷ সুপিরিয়রিটিতে আমনের পক্ষে ফলাফল 12-0 ৷
প্রি-কোয়ার্টারেও একপেশে জয়: দিনের প্রথম ম্য়াচেও এদিন একতরফা জয় ছিনিয়ে এনেছিলেন 21 বছরের ভারতীয় কুস্তিগীর ম্য়াসিডোনিয়ার ভ্লাদিমির এগোরোভকে 10-0 ব্যবধানে (সুপিরিয়রিটি) হারিয়ে দেন আমন ৷ সবমিলিয়ে কুস্তিতে ভারতের ফের পদকের স্বপ্ন জাগিয়ে তুললেন তিনি ৷
সেমিতে আমনের সামনে শীর্ষ বাছাই: যদিও শেষ চারে কঠিন লড়াই অপেক্ষা করছে আমন শেরাওয়াতের জন্য ৷ সেমিতে ভারতীয় কুস্তিগীরের সামনে শীর্ষ বাছাই জাপানের রেই হিগুচি ৷ যিনি 2016 রিও অলিম্পিক্সে রুপোজয়ীও বটে ৷ সেই বাউট জিতলেই স্বর্ণপদক জয়ের লড়াইয়ে থাকতে পারবেন তিনি ৷
পদক জয় থেকে একটি জয় দূরে:অর্থাৎ, প্য়ারিসে কুস্তি থেকে দেশকে প্রথম পদক দিতে আমনের আর একটি জয় দরকার ৷ সেমিতে জিতলে পদক তো নিশ্চিত করবেনই তিনি ৷ সেমিতে হেরে গেলেও ব্রোঞ্জ ম্যাচ জিতে পদকজয়ের সুযোগ থাকছে তাঁর সামনে ৷