আবু ধাবি, 23 নভেম্বর:ম্যাচ গড়াপেটার গন্ধ আবু ধাবি টি-10 লিগে ৷ নো বল করলেন সংযুক্ত আরব আমিরশাহীর হজরত বিলাল ৷ পপিং ক্রিজ ছাড়িয়ে প্রায় 1 ফুট দূরে গিয়ে পড়ল তাঁর পা ৷ সাম্প্রতিক অতীতে কোনও ম্যাচে এত বড় নো বল কেউ করেছেন কি না, তা মনে করা দুষ্কর ৷ বিলালের এই ‘কীর্তি’র পরেই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোল ৷
2010, লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে নো বল করেছিলেন পাকিস্তানের মহম্মদ আমির ৷ পরে ম্যাচ গড়াপেটায় দোষী সাব্যস্ত হওয়ায় নির্বাসিত হয়েছিলেন তিনি ৷ নেটিজেনরা বলছেন, মহম্মদ আমিরও হজরত বিলালের মতো এত বাইরে পা ফেলার সাহস পাননি ৷ ফলে ফের গড়াপেটার গন্ধ আবু ধাবি টি-10 লিগে ৷ যা নিয়ে টুইট করেছেন অজি তারকা ডেভিড ওয়ার্নারও ৷
কী হয়েছে ?
স্যাম্প আর্মির সঙ্গে খেলা চলছিল নিউইয়র্ক স্ট্রাইকার্সের ৷ প্রথমে ব্যাট করে নিউইয়র্ককে 136 রানের লক্ষ্য দেয় স্যাম্প ৷ 32 বলে 75 রানের ইনিংস খেলেন ফ্যাফ দু’প্লেসি ৷ রান তাড়া করতে নেমে 32 রানে দু’উইকেট হারায় নিউইয়র্ক ৷ চতুর্থ ওভারে বল করতে আসেন সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে 7টি ওডিআই খেলা বিলাল ৷ ওভারের প্রথম চারটি বল নিয়মমাফিক করার পর পঞ্চম বলেই খেই হারান তিনি ৷ যা দেখে হাসতে শুরু করেন তাঁর সতীর্থরাও ৷ রিপ্লে’তে দেখা গিয়েছে, বিলালের কাণ্ডে রীতিমতো হাসাহাসি শুরু করেছেন রিসি টপলি, দু’প্লেসিরা ৷
বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়ার পর বারবার গড়াপেটার অভিযোগ উঠেছে ৷ আবু ধাবি টি-10 লিগেও ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল । 2013 সালে আইপিএল ম্যাচ গড়াপেটায় নির্বাসিত হয়েছিলেন রাজস্থান রয়্যালসের শান্তাকুমারণ শ্রীসন্থ । নির্বাসিত করা হয়েছিল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসকেও ৷