পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আইপিএল টিভি কমেন্ট্রিতে ফিরছেন 'দ্য ওয়ান-লাইনার ম্যান' - Navjot Singh Sidhu Returns to IPL

Navjot Singh Sidhu in IPL 2024 Commentry Team: আর মাত্র 3 দিনের অপেক্ষা ৷ তারপরেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-20 ক্রিকেট লিগের সতেরোতম সিজনের ঢাকে কাঠি পড়বে ৷ আর সেই উৎসবকে আরও আকর্ষণীয় করতে আসছেন, টিভি ধারাভাষ্যের 'ওয়ান-লাইনার ম্যান' নভজ্যোৎ সিং সিধু ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 3:27 PM IST

হায়দরাবাদ, 19 মার্চ: আজ থেকে 10 বছর আগের আইপিএল ও হিন্দি ধারাভাষ্য বললেই একটা নাম মনে আসবে ৷ তিনি প্রাক্তন ভারতীয় ওপেনার নভজ্যোৎ সিং সিধু ৷ মাঝে তাঁর রাজনৈতিক কেরিয়ারের জন্য ধারাভাষ্যকারের মাইক ত্যাগ করেছিলেন ৷ রাজনীতির মঞ্চের পাশাপাশি, ফের একবার ক্রিকেটের মঞ্চে মাইক হাতে প্রত্যাবর্তন হচ্ছে সিধুর ৷ 22 মার্চ থেকে শুরু হওয়া আইপিএলে সম্প্রচারকারী টিভি চ্যানেলে ধারাভাষ্য দেবেন তিনি ৷

তবে, সিধুর তাঁর ধারাভাষ্যে ক্রিকেটীয় চর্চার থেকে বেশি চটকে ভরা মজাদার 'ওয়ান লাইনারে'র জন্য বেশি জনপ্রিয় হয়েছিলেন ৷ সঙ্গে ছিল তাঁর, শায়েরি ৷ ওভারের একটি অসাধারণ বল বা ব্যাটারের একটি অসাধারণ শটকে শায়রানা মেজাজে কীভাবে ব্যাখ্যা করতে হয়, তা নভজ্যোৎ সিং সিধুর থেকে ভালো ক্রিকেট ফিল্ডে আর কেউ পারেন না ৷ সেই শায়রানা মেজাজ এবার ফিরছে ক্রিকেট কমেন্ট্রিতে ৷ সঙ্গে মজাদার 'ওয়ান-লাইনার' ৷ যা টিভিতে ম্যাচ দেখার পাশাপাশি, দর্শকদের বাড়তি মনোরঞ্জন করবে ৷

উল্লেখ্য, 2004 সালে প্রথমবার রাজনীতিতে যোগ দিয়েছিলেন নভজ্যোৎ সিং সিধু ৷ সেই সময় বিজেপির টিকিটে অমৃতসর লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন ৷ এরপর, 2008 সালে আইপিএল-এর শুরুর দিন থেকে ধারাভাষ্যকার হিসেবে যুক্ত হন ৷ তবে, রাজনীতি ছাড়েননি ৷ 2014 সাল পর্যন্ত অমৃতসরের সাংসদ ছিলেন ৷ এরপর বিজেপির হয়ে রাজ্যসভায় যান ৷ দু’বছর পর 2016 সালে তাঁকে সরিয়ে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে রাজ্যসভায় নিয়ে যায় বিজেপি ৷ 2017 সালে বিজেপি ছেড়ে পঞ্জাব কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি ৷

পঞ্জাব বিধানসভা নির্বাচনে লড়াই করে বিধায়ক হন সিধু ৷ ক্যাপ্টেন অমরিন্দর সিং সরকারের মন্ত্রী হন তিনি ৷ পরবর্তী সময়ে পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হয় নভজ্যোৎ সিং সিধুকে ৷ কিন্তু, পঞ্জাব প্রদেশ কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের জেরে সেই পদ থেকে ইস্তফাও দেন ৷ মাঝে অনিচ্ছাকৃত খুনের মামলায় একবছরের কারাদণ্ড ভোগ করেন ৷ গতবছর জেল থেকে ছাড়া পেয়ে প্রথমদিকে পরিবারকে সময় দিয়েছিলেন ৷ সিধুর স্ত্রী মারণ রোগ ক্যানসারে আক্রান্ত ছিলেন ৷ বর্তমানে অস্ত্রোপচারের পর, সুস্থ রয়েছেন ৷ সক্রিয়ভাবে রাজনীতিতে না থাকলেও, কংগ্রেসের সঙ্গেই রয়েছেন ৷ তারই মাঝে এবার মাইক হাতে ফের তাঁর শিকড়ের কাছে ফিরছেন 'দ্য ওয়ান-লাইনার ম্যান' ৷

আরও পড়ুন:

  1. টি-20 বিশ্বকাপের নিরিখে আইপিএলের প্রথমধাপ কোহলির জন্য গুরুত্বপূর্ণ
  2. আইপিএল শুরুর আগে পুরনো দলের কাছে কাতর আর্তি অশ্বিনের, কী চাইলেন তারকা স্পিনার?
  3. স্মৃতিকে ভিডিয়ো কলে ডব্লিউপিএল জয়ের 'বিরাট' অভিনন্দন

ABOUT THE AUTHOR

...view details