হায়দরাবাদ, 28 মার্চ: স্কোরকার্ডে 277 রান তুলে যখন মাঠ ছাড়ছিলেন অনরিখ ক্লাসেন ও এইডেন মার্করাম, তখনই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল ৷ তাবড় তাবড় ক্রিকেট বোদ্ধারাও ভেবেছিলেন, বুক ক্রিকেটের মতো রান তুলে প্রথম ইনিংসেই দু’পয়েন্ট নিশ্চিত করে ফেলেছে সানরাইজার্স হায়দরাবাদ ৷
পাহাড়প্রমাণ রান করতে নেমে 10 ওভারেই দেড়শোর কাছাকাছি তুলে ফেলেছিল মুম্বইয়ের ৷ বড় রান করতে না-পারলেও যার শুরুটা করে দিয়ে গিয়েছিল রোহিত শর্মা-ইশান কিষাণ জুটি ৷ 13 বলে ঝোড়ো 35 রান করেন ইশান ৷ রোহিত 12 বলে করলেন 26 রান ৷ সেই গতি আরও বাড়ে নমন ধীর ও তিলক বর্মার ব্যাটে ৷ মাত্র 6 ওভারে 84 রানের পার্টনারশিপ গড়েন নমন-বর্মা জুটি ৷ নমন ফেরেন ব্যক্তিগত 30 রান (14 বলে) মাথায় ৷ তিলক আউট হলেন 34 বলে 64 রানের বিরাট ইনিংস খেলে ৷ এর পর টিম ডেভিডের দুরন্ত লড়াইও মুম্বইকে জেতাতে পারেনি ৷ 5 উইকেটে 246 রানে থেমে যায় ব্লুজ ইনিংস ৷ 31 রানে ম্যাচ জিতে সপ্তদশ আইপিএলে প্রথম জয় পেল সানরাইজার্স ৷ ইডেনে প্রথম ম্যাচে কলকাতা নাইটরাইডার্সের বিরুদ্ধে 208 রান তাড়া করে 4 রানে হরেছিল নিজামের শহরের দল ৷