পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টাইয়ের পর হার, দ্বীপরাষ্ট্রে প্রথম অ্যাসাইনমেন্টে ওডিআই সিরিজ হাতছাড়া কোচ গম্ভীরের - SL BEAT INDIA

INDIA VS SRI LANKA 2ND ODI: দ্বিতীয় ওডিআই'তে 32 রানে হেরে দ্বীপরাষ্ট্রে সিরিজ হাতছাড়া রোহিতব্রিগেডের । লঙ্কার হয়ে ম্যাচ জয়ের নায়ক লেগ-স্পিনার ভ্যান্ডারসে নিলেন হাফ-ডজন উইকেট ।

SL BEAT IND
শ্রীলঙ্কান ক্রিকেটারদের উচ্ছ্বাস (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Aug 4, 2024, 11:58 PM IST

কলম্বো, 4 অগস্ট:টি-20 সিরিজ জিতলেও নয়া কোচ গৌতম গম্ভীরের অধীনে ওডিআই সিরিজে অভিযানটা সুখের হল না ভারতীয় দলের। অথচ 2027 সালে আসন্ন ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখেই প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটারকে হেড কোচের আসনে বসিয়েছে বিসিসিআই। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁদের ঘরের মাটিতে প্রথম ম্যাচ টাই হওয়ার পর রবিবার কলম্বোয় দ্বিতীয় ম্যাচে ভারত হারল 32 রানে। আয়োজকদের দেওয়া 241 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 208 রানে শেষ ভারতের ইনিংস।

একসময় দ্বীপরাষ্ট্রের মিস্ট্রি স্পিনার অজন্তা মেন্ডিস বেশ বেগ দিয়েছিলেন ভারতকে। তারও আগে কিংবদন্তি মুথাইয়া মুরলিথরন। রবিবার ঘরের মাটিতে ভারত হারল অখ্যাত লেগ-স্পিনার জেফ্রে ভ্যান্ডারসের কাছে। এদিন ভারতীয় ব্যাটিং লাইন-আপের যে সব বাঘা বাঘা নামকে তিনি সাজঘরে ফেরালেন, তাতে লম্বা সময় এই স্পেল মাইলেজ দিতে পারে তাঁকে ।

যদিও রান তাড়া করতে নেমে শুরুতে কখনোই মনে হয়নি ভারত এই ম্যাচ হারতে পারে। বিশেষ করে রোহিত শর্মা ও শুভমন গিলের ওপেনিং জুটিতে 97 রান ওঠার পর। সদ্য প্রাক্তন হওয়া কোচ রাহুল দ্রাবিড়কে ছাপিয়ে এদিন ওডিআই ক্রিকেটে ভারতীয়দের মধ্যে চতুর্থ সর্বাধিক রানের মালিক হন অধিনায়ক রোহিত। অর্ধশতরানও (64) করেন তিনি। কিন্তু ভ্যান্ডারসের ঘূর্ণিতে ঠকে গিয়ে নিশাঙ্কার হাতে ধরা পড়তেই নড়ে যায় ভারতীয় ব্যাটিং । একে একে লেগ-স্পিনারের ঘূর্ণিতে ফেরেন গিল(35), কোহলি(14), দুবে(0), আইয়ার(7), রাহুল(0)। 33 রানে হাফ-ডজন উইকেট ঝুলিতে ভরেন ভ্যান্ডারসে ।

কিছুটা চেষ্টা করেছিলেন অক্ষর প্যাটেল (44) । কিন্তু লোয়ার অর্ডারে তিনি সঙ্গ পেলেন কই। ভ্যান্ডারসে ছাড়াও লঙ্কা অধিনায়ক চারিথ আশালঙ্কা নিলেন 3 উইকেট । সবমিলিয়ে 42.2 ওভারে 208 রানে শেষ ভারত । এদিন টস জিতে প্রথমে ব্যাট করে 50 ওভারে 9 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 240 রান তোলে শ্রীলঙ্কা। 40 রান করেন আবিষ্কা ফার্নান্দো এবং কামিন্দু মেন্ডিস। 39 রান আসে দুনিথ ওয়েলালাগের ব্যাটে। ভারতের হয়ে সর্বাধিক 3 উইকেট নেন ওয়াশিংটন সুন্দর ।

ABOUT THE AUTHOR

...view details