পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সেমিতে আফগানদের ব্যাটিং বিপর্যয়, বিশ্বকাপ ফাইনালে উঠতে প্রোটিয়াদের চাই মাত্র 57 - T20 World Cup 2024

South Africa vs Afghanistan in Semi Final 1: চলতি টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিতে ত্রিনিদাদে মুখোমুখি হয়েছে আফগান ও প্রোটিয়ারা ৷ সেমিতে প্রথমে ব্যাট করে আফগানরা কোনওরকমে পঞ্চাশের গণ্ডি টপকাল ৷ মাত্র 56 রানে শেষ রশিদদের ইনিংস ৷

South Africa vs Afghanistan in Semi Final 1
সাউথ আফ্রিকা দলের সদস্য (এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 7:23 AM IST

Updated : Jun 27, 2024, 7:54 AM IST

ত্রিনিদাদ, 27 জুন:গ্রুপ পর্বে নিউজিল্যান্ড এবং সুপার এইটে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলগুলোকে হারিয়ে প্রথমবার টি-20 বিশ্বকাপের সেমিফাইনালেই উঠে ইতিহাস গড়েছে আফগানিস্তান ৷ তবে শেষ চারে বৃহস্পতিবার প্রোটিয়াদের সামনে একেবারেই দাঁড়াতে পারল না তারা ৷ ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে জিতে বৃহস্পতিবার (ভারতীয় সময় অনুযায়ী, সকাল 6টা) প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল আফগানিস্তানের ব্যাটিং অর্ডার ৷ 12 ওভারের মধ্যেই সমস্ত উইকেট হারিয়ে সেমিতে মাত্র 56 রান তুলতে সক্ষম হল রশিদ খান অ্যান্ড কোম্পানি ৷

রশিদদের এহেন ব্যাটিং বিপর্যয়ের নেপথ্যে অবশ্যই দক্ষিণ আফ্রিকা বোলাররা ৷ এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান ৷ ওপেনিং, মিডল থেকে টেল-এন্ডার; মুখ থুবড়ে পড়েন সকল আফগান ব্যাটাররাই ৷ উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজ শূন্য রানে আউট হয়ে যান ৷ 2 রান করে আউট হন ইব্রাহিম জাদরান ৷ 9 রানে ডাগ-আউটমুখো হন গুলবাদিন নইব ৷ আফগানদের হয়ে এদিন সর্বোচ্চ 12 বলে 10 রান করেন আজমাতুল্লাহ ওমারজাই ৷ এছাড়া আর কোনও ব্যাটারই দু'অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি ৷

বল হাতে এদিন কামাল করেন দক্ষিণ আফ্রিকার বোলাররা ৷ মার্কো জানসেন 3 ওভার হাত ঘুরিয়ে 16 রান দিয়ে 3টি উইকেট তুলে নেন ৷ 1.5 ওভার বল করে 6 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন তাবরাইজ সামসি ৷ কাগিসো রাবাডা 3 ওভার বল করে 14 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন ৷ 3 ওভার হাত ঘুরিয়ে 7 রান দিয়ে অ্য়ানরিচ নর্ৎজে নেন 2টি উইকেট ৷ সবমিলিয়ে মাত্র 11.5 ওভারে 56 রানে গুটিয়ে যায় রশিদ ব্রিগেড ৷

Last Updated : Jun 27, 2024, 7:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details