কলকাতা, 14 সেপ্টেম্বর: আগামী বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ অভিযান শুরু ভারতের ৷ পাকিস্তানের মাটিতে প্রথমবার লাল বলের ক্রিকেটে সিরিজ জিতে ভারতে খেলতে আসছে বাংলাদেশ ৷ তাই নাজমুল হোসেন শান্ত অ্য়ান্ড কোম্পানি ভারতকে যথেষ্ট বেগ দেবে বলে ধারণা বিশেষজ্ঞ মহলের ৷ কিন্তু সেই ধারণাকে বিশেষ আমল দিচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জাতীয় দলে তাঁর একদা সতীর্থ অজয় জাদেজা ৷ সিএবি'র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ভারতকে পরিষ্কার ফেভারিট বাছলেন দু'জনেই ৷
এদিন সিএবি'র অনুষ্ঠানে পাকিস্তানের বর্তমান দলের প্রতি সম্মান রেখেই সৌরভ জানালেন ভারতের সঙ্গে কোনও তুলনা চলে না ৷ মহারাজের কথাই প্রতিধ্বনিত হল প্রাক্তন অলরাউন্ডার অজয় জাদেজার গলায় ৷ সৌরভ বলেন, "এখানে ভারতের জিততে কোনও সমস্যা হবে না ৷ সম্মান রেখেই বলছি পাকিস্তান আর ভারত এক নয় ৷ ভারত ভারতের মাটিতে শক্তিশালী ৷ ভারতের বাইরেও শক্তিশালী ৷"