কলকাতা, 21 জুলাই: হলুদ রঙা পাঞ্জাবি পরে এদিন মালাবদল সারলেন, হল রেজিস্ট্রি ৷ দ্বিতীবার বিয়ে করলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷ সিএবি সভাপতির স্ত্রী হলেন দীর্ঘদিনের বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায় ৷ তবে রবিবারের অনুষ্ঠানে খুব বেশি জাঁকজমক ছিল না ৷ নিতান্তই ঘরোয়া অনুষ্ঠানে স্বাক্ষর করেই শেষ হয় বিবাহ-অনুষ্ঠান ৷ এদিন ফের জীবনের নতুন ইনিংস শুরু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস ৷
ব্যস্ততার কারণে দাদার বিয়ের অনুষ্ঠানে থাকতে পারেননি সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায় ৷ 7 অগস্ট রিসেপশনেও তাঁরা সম্ভবত ব্যস্ততার কারণেই থাকতে পারবেন না বলে খবর ৷ এদিন দুপুরে সল্টলেকের ফ্ল্যাটে স্নেহাশিস ও অর্পিতার রেজিস্ট্রি পর্ব হয়েছে ৷ সেখানে উপস্থিত ছিলেন একেবারে ঘনিষ্ঠ বৃত্তের মানুষজনেরা ৷
ভাই সৌরভ এবং ছোট জা ডোনার সঙ্গে আগে থেকেই অর্পিতার সম্পর্ক বেশ ভালো বলেই দাবি করা হচ্ছে ৷ তবে এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞ মহলের একাংশ ৷ অর্পিতাকে বেহালার গাঙ্গুলি পরিবারের সদস্যদের সঙ্গে একাধিকবার ছবিতে দেখা গিয়েছে ৷ এমনকী মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও স্নেহাশিস এবং অর্পিতার ছবি রয়েছে ৷
বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারে নতুন অতিথি সম্পর্কে পরিবারের তরফে কোনও বক্তব্য সামনে আসেনি ৷ স্নেহাশিস নিজেও বিয়ে নিয়ে প্রতিক্রিয়া এড়িয়ে গিয়েছেন ৷ গত বছর প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায় স্নেহাশিসের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেছিলেন ৷ এফআইআর-ও দায়ের করেছিলেন তিনি ৷ সেই সম্পর্ক এখন অতীত ৷ তারপরেই দ্বিতীয় বার বিয়ে স্নেহাশিসের ৷
প্রসঙ্গত স্নেহাশিস গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরেই সিএবি এর প্রেসিডেন্ট, এর আগে সচিবও ছিলেন ৷ একসময় তিনিও চুটিয়ে ক্রিকেট খেলেছেন ৷ দাদা স্নেহাশিসের হাত ধরেই ক্রিকেট জীবনে পা রেখেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তিনি ক্রিকেট খেলার সময় স্নেহাশিসের হাত ধরে বহু ম্যাচ জিতেছে বাংলার ক্রিকেট দল ৷