পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অন্তর্বর্তী হিসেব সাফল্যের জের, পাকাপাকিভাবে শ্রীলঙ্কার কোচের দায়িত্বে জয়সূর্য - SANATH JAYASURIYA

SRI LANKA APPOINTED HEAD COACH: ভারত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলের ভালো পারফরম্য়ান্সের নেপথ্যে অন্তর্বর্তী কোচ হিসেবে ছিলেন জয়সূর্য ৷ এবার তাঁকে পূর্ণ দায়িতেব দেওয়া হল ৷

By ETV Bharat Sports Team

Published : 4 hours ago

SANATH JAYASURIYA APPOINTED COACH OF SL
শ্রীলঙ্কার কোচের দায়িত্বে জয়সূর্য (ANI)

কলম্বো, 7 অক্টোবর: অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ভারত, নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সাফল্যের জের ৷ পাকাপাকিভাবে সনথ জয়সূর্যকে কোচের পদে বসাল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ৷ এক বিবৃতিতে সোমবার প্রাক্তন অলরাউন্ডারকে পূর্ণ সময়ের কোচ হিসেবে ঘোষণা করেছে তাঁরা ৷ 2026 ঘরের মাটিতে টি-20 বিশ্বকাপ পর্যন্ত জয়সূর্যর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ৷

অন্তর্বর্তী কোচ হিসেবে অবশ্য শুরুটা মোটেই আহামরি হয়নি প্রাক্তন মারকুটে ওপেনারের ৷ ঘরের মাঠে গত জুলাইয়ে ভারতের কাছে 0-3 ব্যবধানে টি-20 সিরিজ হারতে হয় দ্বীপরাষ্ট্রকে ৷ তবে ওয়ান-ডে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন করে চারিথ আশালঙ্কা নেতৃত্বাধীন শ্রীলঙ্কা ৷ 2-0 ব্যবধানে সিরিজ জিতে নেয় তাঁরা ৷ এরপর ইংল্যান্ডের মাটিতে তিন ম্য়াচের টেস্ট সিরিজে 1-2 হারতে হলেও শ্রীলঙ্কার পারফরম্যান্স নজর কাড়ে ৷ এরপর আসে গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ৷

ধনঞ্জয় ডি'সিলভা নেতৃত্বাধীন শ্রীলঙ্কা কিউয়িদের 2-0 ব্যবধানে দুরমুশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তিনে উঠে আসে ৷ নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সাফল্য এনে দেওয়ার পর দ্বিতীয়বার ভাবেনি সেদেশের ক্রিকেট বোর্ড ৷ ফলত সোমবার চাকরি পাকা হল জয়সূর্যর ৷ এক বিবৃতিতে সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বলেছে, "জাতীয় দলের নয়া কোচ হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেট আনন্দের সঙ্গে সনথ জয়সূর্যর নাম ঘোষণা করছে ৷ অন্তর্বর্তী হেড কোচ হিসেবে জয়সূর্যর অধীনে ভারত, ইংল্যান্ড এবং নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে দলের ভালো পারফরম্যান্সের কারণে বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ৷"

31 মার্চ, 2026 পর্যন্ত কোচের পদে থাকবেন দেশের হয়ে 110টি টেস্ট খেলা ক্রিকেটার ৷ তাঁর মেয়াদকাল পরবর্তীতে বাড়বে কি না, সেটা নিশ্চিতভাবেই দলের পারফরম্যান্সের উপর নির্ভর করবে ৷ পূর্ণ সময়ের কোচ হিসেবে জয়সূর্যর প্রথম অ্য়াসাইনমেন্ট ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-20 এবং ওয়ান-ডে সিরিজ ৷ এরপর প্রোটিয়াদের বিরুদ্ধে সেদেশে গিয়ে দু'টি টেস্ট খেলবে দ্বীপরাষ্ট্র ৷

ABOUT THE AUTHOR

...view details