পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রোহিতের নজিরের দিনেই লজ্জার রেকর্ড মুম্বইয়ের, হার্দিকের ‘হাতেই’ দলের সর্বনাশ ? - Rohit Sharma

Rohit Sharma Record: এলিট ক্লাবে প্রবেশের দিনেই রোহিত শর্মা দেখলেন, লজ্জার অতলে তলিয়েছে তাঁর হাতে তৈরি দল ৷ হায়দরাবাদে ‘ক্যাপ্টেনের’ নজিরের দিনই আরেক নজির গড়ল মুম্বই ইন্ডিয়ান্স ৷ যা লজ্জা বাড়িয়েছে আইপিএলের ইতিহাসে সফলতম ফ্র্যাঞ্জাইজির ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 10:33 PM IST

Updated : Mar 27, 2024, 10:56 PM IST

হায়দরাবাদ, 27 মার্চ:রোহিত গুরুনাথ শর্মা ৷ বুধবার রাজীব গান্ধি স্টেডিয়ামে নেমেই নজির গড়েছেন ‘ক্যাপ্টেন’ ৷ মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে 200তম ম্যাচ খেলছেন 'হিটম্যান' ৷ একই দলের হয়ে 200 ম্যাচের ল্যান্ডমার্ক ছোঁয়ার রেকর্ড রয়েছে মাত্র দু’জনের ৷ একজন মহেন্দ্র সিং ধোনি, অন্যজন বিরাট কোহলি ৷ এলিট ক্লাবে প্রবেশের দিনেই মুম্বইকর দেখলেন, লজ্জার অতলে তলিয়েছে তাঁর হাতে তৈরি দল ৷

আইপিএলের ইতিহাসে সফলতম ফ্র্যাঞ্জাইজি ৷ পাঁচটি ট্রফি রয়েছে ক্যাবিনেটে ৷ যার প্রত্যেকটির কারিগর তিনিই ৷ ডেকান চার্জার্সে থাকার সময় খেলোয়াড় হিসেবে ট্রফি ঘরে তুলেছিলেন ৷ ‘ঘরে’ ফিরেছেন, অধিনায়কের কাঁটার মুকুট মাথায় পড়েছেন, কিন্তু ট্রফি জেতার অভ্যাসটা ভোলেননি ৷ তাঁকেই এবার অব্যাহতি দিয়েছে মুম্বই ৷ বদলে দায়িত্ব সঁপেছে ‘তরুণ’ হার্দিকের কাঁধে ৷

গুজরাতকে আইপিএল জেতানো অধিনায়ককে দায়িত্ব দেওয়ায় একেবারেই খুশি হয়নি মুম্বই সমর্থকরা ৷ প্রথম ম্যাচেই কটুক্তির মুখে পড়তে হয়েছে হার্দিককে ৷ ট্রফি দেওয়া অধিনায়ককে হেয় করেছেন গুজরাত সমর্থকরাও ৷ সোশাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়েছে, তিনি আসাতে চিড় ধরেছে মুম্বইয়ের জমাট রসায়ণে ৷

এদিন হায়দরাবাদের রেকর্ডের সিংহভাগ কৃতিত্ব ব্যাটারদের হলেও, তার সিকিভাগ হার্দিকেরও প্রাপ্য ৷ অ্যাওয়ে ম্যাচে 17 বছরের কেওনা মাফাকাকে বোলিং ওপেন করালেন ৷ অনুর্ধ্ব-19 বিশ্বকাপে আগুন ঝরানো বোলারকে ট্র্যাভিস হেডের সামনে ফেলে মনোবলটাই ভেঙে দিলেন ৷ সেই ট্র্যাভিস হেড, বিশ্বকাপ ফাইনালে যার 137 রানের সৌজন্যে সযন্তে লালন করা ট্রফির স্বপ্ন ভেঙেছিল রোহিতের ৷ চোখের জলে ভেসেছিলেন ভারতীয় সমর্থকরা ৷

থার্ডম্যানে দাঁড়িয়ে সেই ট্র্যাভিস হেডের তান্ডব দেখলেন দলের প্রাক্তন ক্যাপ্টেন রোহিত ৷ দেখলেন, ব্যাটারদের তান্ডব দেখেও দলের সেরা বোলারকে বল দিলেন না হার্দিক ৷ বুমরা বল পেলেন কখন, যখন ম্যাচটা ধরে ফেলেছে হায়দরাবাদ ৷ স্লগ ওভারে বল করতে নেমে যখন পরপর ইয়র্কার দিচ্ছেন ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তের সেরা বোলার, হার্দিকের ক্যাপ্টেন্সির দৈন্যদশা আরও প্রকট হচ্ছে ৷ তা শোধরাতে রোহিতের শরণই যে ভবিতব্য, সেই দেওয়াল লিখনটা ক্রমশ স্পষ্ট হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. মুম্বইকে 278 রানের টার্গেট, সর্বাধিক স্কোর হাঁকিয়ে আইপিএলে নজির হায়দরাবাদের
  2. ধোনিদের গুজরাত 'বধ', পয়েন্ট তালিকায় শীর্ষে সিএসকে
  3. রোহিতের হাত থেকে নেতৃত্বের ব্যাটন নিয়ে প্রথম ম্যাচে হার হার্দিকের
Last Updated : Mar 27, 2024, 10:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details