সিডনি, 5 জানুয়ারি: পঞ্চদশ হিসেবে টেস্ট ক্রিকেটে দশ হাজার রানের মাইলস্টোনে পৌঁছতে স্টিভ স্মিথের প্রয়োজন ছিল মাত্র পাঁচ রান ৷ কিন্তু সিডনিতে রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র চার রানে আউট হয়ে গেলেন স্টিভ স্মিথ ৷ অর্থাৎ, এক রানের জন্য সিডনিতে পাঁচ অঙ্কের রানে পৌঁছনো হল না অজি তারকা ব্য়াটারের ৷ 9,999 রানে আউট হওয়া বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় ব্য়াটার হলেন স্মিথ ৷ আর প্রথম বোলার হিসেবে স্মিথকে 9,999 রানে আউট করে ইতিহাসে নাম লেখালেন প্রসিদ্ধ কৃষ্ণা ৷
এর আগে 9,999 রানে টেস্ট ক্রিকেটে আউট হওয়ার নজির রয়েছে শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়বর্ধনের ৷ 2011 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ন টেস্টে এক রানের জন্য দশ হাজার রান অধরা রয়ে গিয়েছিল প্রাক্তন সিংহলি অধিনায়কের ৷ পরবর্তীতে অবশ্য টেস্ট ক্রিকেটে দশ হাজার ক্লাবের সদস্য হয়েছিলেন জয়বর্ধনে ৷ স্মিথও পরবর্তীতে যে এই এলিট ক্লাবের সদস্য হবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ তবে সিডনিতে নার্ভাস 90 ভোগাল তাঁকে ৷ আর প্রথম বোলার হিসেবে কোনও ব্য়াটারকে 9,999 রানে আউট নজিরে নাম তুললেন কৃষ্ণা ৷