হায়দরাবাদ, 4 মার্চ: নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে 20.5 কোটি টাকায় কামিন্সকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ৷ তারপরেই এবার অধিনায়কও বদলে ফেলল হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি ৷ প্রোটিয়া ব্যাটার এইডেন মার্করামকে সরিয়ে নেতৃত্বের ব্যাটন তুলে দিল কামিন্সের হাতে ৷
একসময় তাঁকে রেকর্ড দরে কলকাতা নাইট রাইডার্স দলে নিলেও কেকেআর’কে ট্রফি দিতে পারেননি কামিন্স ৷ চলতি বছর হায়দরাবাদকে ট্রফি দিয়ে সেই আক্ষেপ মেটাতে বদ্ধপরিকর অজি তারকা ৷ বিশ্বকাপ থেকেই দুরন্ত ছন্দে থাকা কামিন্স আইপিএলে নিজের দরটা ওই মঞ্চেই বাড়িয়ে নিয়েছিলেন ৷ তারপরেই অজি অধিনায়ককে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামে কিনেছে হায়দরাবাদ ৷ এদিন এক সোশাল মিডিয়া পোস্টে অধিনায়ক বদলের কথা জানিয়ে দেয় সানরাইজার্স ৷
সদ্যই অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিতিয়েছেন কামিন্স ৷ ফাইনালে তাঁর বুদ্ধিমত্তার জোরেই বাজিমাত করেছিল অজিরা ৷ যদিও আইপিএল কিংবা বিগ ব্যাশে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই অজি তারকার ৷ অন্যদিকে, মার্করামের নেতৃত্বে দ্বিতীয়বার এসএ টি-20 লিগ (দক্ষিণ আফ্রিকা) জিতেছে সানরাইজার্স কেপটাউন ৷ যদিও নেতৃত্বে নজর কাড়লেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি মার্করাম ৷