প্য়ারিস, 29 জুলাই: প্য়ারিস অলিম্পিক্সে দ্বিতীয় পদকজয় থেকে হ্যান্ডশেকিং দূরত্বে দাঁড়িয়ে মনু ভাকের ৷ প্রথম পদকজয়ের 24 ঘণ্টা পেরনোর আগেই ফের আরও এক ইভেন্টে ব্রোঞ্জপদক ম্যাচের যোগ্যতা অর্জন করলেন ঝজ্জরের শুটার ৷ তবে এবার একা নন ৷ সোমবার সরবজোৎ সিংকে সঙ্গে নিয়ে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জপদক ম্যাচের যোগ্যতা অর্জন করে ফেললেন মনু ৷ এদিন যোগ্যতা অর্জন পর্বে তৃতীয়স্থানে শেষ করে ভারতীয় শুটার জুটি ৷
ব্রোঞ্জপদক ম্যাচে যোগ্যতা অর্জনের পথে এদিন 580 পয়েন্ট স্কোর করেন দুই ভারতীয় শুটার ৷ মনু-সরবজোৎ ফের পদকজয়ের সম্ভাবনা উসকে দিলেও যোগ্যতা অর্জনে আবারও হতাশ করলেন রিদম সাঙ্গুয়ান এবং অর্জুন চিমা জুটি ৷ 576 পয়েন্ট স্কোর করে দশমস্থানে শেষ করলেন তাঁরা ৷ অথচ প্রথম সিরিজের পর মনু-সরবজোৎ জুটিকে পিছনে ফেলে পাঁচে ছিলেন রিদম-অর্জুন ৷ ছয়ে ছিলেন মনু-সরবজোৎ ৷