প্যারিস, 30 জুলাই:ভালোবাসার শহর প্যারিসে 'মনু'সংহিতা ৷ ফ্রান্সের রাজধানীতে অলিম্পিক্সের আসরে শুটার মনু ভাকেরের সাফল্যকে এমন শব্দবন্ধে বাঁধলে বোধহয় অত্যুক্তি হবে না ৷ মঙ্গলবার 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে সরবজোৎ সিংকে সঙ্গে নিয়ে ব্রোঞ্জ জিতে ইতিহাসে জায়গা করে নিলেন হরিয়ানার 22 বছরের শুটার ৷ একটি অলিম্পিক্স থেকে জোড়া পদকজয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হলেন মনু ৷ আর ইতিহাস গড়ে মহিলা শুটার জানালেন, সত্যিই গর্ব অনুভব করছেন তিনি ৷
এদিন পদক জিতে মনু বলেন, "গর্ব অনুভব করছি ভীষণভাবে ৷ আমি এই কৃতিত্ব অর্জন করতে পেরে খুবই কৃতজ্ঞ ৷ সকলের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ৷" মনুর পদকের লক্ষ্যে অভিযান এখনও শেষ হয়নি প্যারিসে ৷ পরবর্তীতে মহিলাদের 25 মিটার এয়ার পিস্তল ইভেন্টে অংশ নেবেন জোড়া পদকের মালকিন ৷ সেখানেও পদকজয়ের চেষ্টা করবেন বলে এদিন প্রতিক্রিয়ায় জানান মনু ৷