পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্যারিস গেমসে পঞ্চমদিন অ্যাকশনে কোন কোন ভারতীয়, রইল তালিকা - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

31 July India Olympics Full schedule: পিভি সিন্ধু, লক্ষ্য সেন থেকে দীপিকা কুমারী কিংবা লভলিনা বর্গোহাইন ৷ আজ প্যারিস গেমসে বহু তারকা ভারতীয় অ্যাথলিটকে দেখা যাবে অ্যাকশনে ৷ একনজরে রইল তালিকা ৷

31 July India Olympics Full schedule
পঞ্চমদিনের সূচি (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Jul 31, 2024, 12:10 AM IST

নয়াদিল্লি, 31 জুলাই: এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জয়ে প্যারিস গেমসের চতুর্থদিনটা স্মরণীয় হয়ে থাকবে ভারতের জন্য ৷ মনু ভাকেরের অনন্য কীর্তি, অলিম্পিক্স আত্মপ্রকাশে সরবজোৎ সিংয়ের পদক ৷ যা পঞ্চমদিনে উদ্বুদ্ধ করবে ভারতীয় অ্যাথলিটদের ৷ একনজরে দেখে নেওয়ার যাক আজ অলিম্পিক্সে কোন কোন ইভেন্ট রয়েছে ভারতের ৷

শুটিং:

পুরুষদের 50 মিটার রাইফেল-থ্রি পজিশনস কোয়ালিফিকেশন (ঐশ্বর্য তোমার এবং স্বপ্নিল কুসালে)- দুপুর 12টা 30 মিনিট

ব্যাডমিন্টন:

মহিলা সিঙ্গলস (পিভি সিন্ধু)- দুপুর 12টা 50 মিনিট

পুরুষ সিঙ্গলস (লক্ষ্য সেন)- দুপুর 1টা 40 মিনিট

পুরুষ সিঙ্গলস (এইচ এস প্রণয়)- রাত 11টা

টেবল টেনিস:

মহিলা সিঙ্গলসের রাউন্ড অফ 32 (সৃজা আকুলা)- দুপুর 1টা 30 মিনিট

বক্সিং:

মহিলাদের 75 কেজি বিভাগের রাউন্ড অফ 16 (লভলিনা বর্গোহাইন)- বিকেল 3টে 50 মিনিট

পুরুষদের 71 কেজি বিভাগের রাউন্ড অফ 16 (নিশান্ত দেব)- রাত 12টা 8 মিনিট

তিরন্দাজি:

মহিলাদের ব্যক্তিগত 1/32 এলিমিনেশন রাউন্ড (দীপিকা কুমারী)- বিকেল 3টে 56 মিনিট

পুরুষদের ব্যক্তিগত 1/32 এলিমিনেশন রাউন্ড (তরুণদীপ রাই)- রাত 9টা 28 মিনিট

ABOUT THE AUTHOR

...view details