কলকাতা, 28 মে: 2012 ও 2014 সালে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরে পুরো দল কলকাতায় হাজির হয়েছিল ৷ ইডেন গার্ডেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হয়েছিল নাইটদের জয়োৎসব ৷ এবছর আর তেমন কিছু হচ্ছে না ইডেনে, কেকেআর সূত্রে খবর সেরকমই ৷ ইডেনে শ্রেয়সদের হাজির করিয়ে সংবর্ধনা দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা লোকসভা নির্বাচন ৷ তাই কলকাতা পুলিশের অনুমতি পাওয়া যাচ্ছে না ৷ শুধু পুলিশ নয়, নির্বাচন কমিশনের অনুমতিরও প্রয়োজন ৷ কারণ, 1 জুন কলকাতায় সপ্তম তথা শেষ দফায় নির্বাচন ৷
তবে তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পরে উৎসবে ঘাটতি ছিল না নাইট শিবিরে। গভীর রাত পর্যন্ত চেন্নাইতে উৎসব করেছেন নাইটরা। স্বপ্নপূরণের রাত। উৎসবের রাত। তাই বকেয়া রাখা হয়নি। 10 বছর পর স্বপ্নপূরণের মসিহা হয়ে উঠেছিলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। আইপিএলে তাঁর পারফরম্যান্স এক কথায়, 'ওস্তাদের মার শেষ রাতে' ৷ কিন্তু, সেই মিচেল স্টার্ক এবার নয়া জল্পনা উস্কে দিলেন ৷ আর তা হল জাতীয় দল থেকে অবসরের ৷ না, পুরোপুরি নয় ৷ তিনি সাংবাদিক বৈঠক ইঙ্গিত দিয়েছেন, অস্ট্রেলিয়ার হয়ে ওয়ান-ডে ক্রিকেট থেকে অবসর নিতে পারেন ৷