পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

‘রাখে কৃষ্ণ মারে কে’, বাগানের প্রাক্তনীর জাদুতেই শেষ চারে সবুজ-মেরুনের সামনে ওড়িশা - ISL Playoffs - ISL PLAYOFFS

Indian Super League: আইএসএল এলিমিনেটরে মুখোমুখি হয়েছিল ওড়িশা এফসি ও কেরালা ব্লাস্টার্স ৷ রয় কৃষ্ণার দুরন্ত পারফর্ম্যান্সে শেষ চারে সের্জিও লোবেরার ছেলেরা ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 10:11 PM IST

Updated : Apr 19, 2024, 10:24 PM IST

ভুবনেশ্বর, 19 এপ্রিল:রয় কৃষ্ণা ৷ একসময় মোহনবাগানের হয়ে মাঠে ফুল ফোটাতেন ৷ তার জাদুতেই সেমি-ফাইনালে উঠল ওড়িশা এফসি ৷ শেষ চারে লিগ শিল্ডজয়ী মোহনবাগান সুপার জায়ান্টের সামনে প্রতিবেশী রাজ্যের ফ্র্যাঞ্চাইজি দল ৷ বিপক্ষের গোলমুখে যতটা ভয়ংকর দেখাল ফিজির স্ট্রাইকারকে, তেকাঠির নীচে ততটাই জমাট হয়ে রইলেন অমরিন্দর সিং ৷ দুইয়ে মিলে শেষ চারের দরজা খুলে ফেলল ওড়িশা এফসি ৷

সেমি-ফাইনাল নিশ্চিত করতে এদিন প্রেসিং ফুটবল খেলছিল দুই দলই ৷ সেভাবেই 67 মিনিটে প্রথম গোলমুখ খুলে ফেলে কেরালা ব্লাস্টার্স ৷ ইয়েলো আর্মি পঞ্চম কোয়ার্টার ভয়ংকর মনে হচ্ছি ৷ শেষ কোয়ার্টারে গিয়ে তারাই কার্যত ব্যাকফুটে চলে গেলেন ৷ 87 মিনিট পর্যন্ত এগিয়ে ছিল প্রথমবারের রানার-আপ’রা ৷ নির্ধারিত সময়ের মিনিট তিনেক আগে গোল করেন দিয়েগো মৌরিসিও ৷ ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে ৷

98 মিনিটে গোল করেন ইসাক ভানলাল্রুয়াতফেলা ৷ দু’ক্ষেত্রেই গোলের বল বাড়িয়েছেন রয় কৃষ্ণা ৷ আহমেদ জাহুকে ম্যাচের সেরা বাছা হলেও বাগানের প্রাক্তনীর হাত ধরেই মোহনবাগানের বিপক্ষে নামার ছাড়পত্র পেয়ে গেল ওড়িশা ৷ দ্বিতীয় গোল খাওয়ার পর একাধিকবার গোলের কাছে পৌঁছে গেলেও গোলমুখ খুলতে পারেনি কেরালা ৷ সৌজন্যে, অমরিন্দর সিং ৷ একাধিকবার দলের নিশ্চিত পতন রোধ করলেন জাতীয় দলের গোলরক্ষক ৷

কেরালার হয়ে একমাত্র গোল ফেদর কার্নিচের ৷ আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোল করা দিমিত্রি দিয়ামান্টাকোস এদিন মাঠে ছিলেন না ৷ গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর না-থাকাটাই পার্থক্য গড়ে দিল ৷

আরও পড়ুন:

  1. ইতিহাস মোহনবাগানের! কোলাসো-কামিংসের জাদুতে প্রথমবার লিগ-শিল্ড চ্যাম্পিয়ন সবুজ-মেরুন
  2. তিনিই বস, বাগানকে শিল্ড দিয়ে বোঝালেন ছেষট্টির হাবাস
Last Updated : Apr 19, 2024, 10:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details