লন্ডন, 9 এপ্রিল: একটা সময় বিশ্বের সবচেয়ে বয়স্ক টেনিস খেলোয়াড় হিসেবে এক নম্বরে ছিলেন কিংবদন্তি রজার ফেডেরার ৷ এবার সেই রেকর্ডটাও চলে গেল সার্বিয়ান তারকা টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচের কাছে ৷ রজার ফেডেরারকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে টেনিসের 1 নম্বর ব়্যাংকে রয়েছেন নোভাক ৷ জকোভিচের বয়স বর্তমানে 36 বছর ৷ আগামী মাসে তিনি 37 পূরণ করবেন ৷
উল্লেখ্য, 2018 সালের জুন মাস পর্যন্ত সবচেয়ে বেশি বয়সের খেলোয়াড় হিসেবে টেনিস ব়্যাংকিংয়ে এক নম্বরে ছিলেন রজার ফেডেরার ৷ উল্লেখ্য, সোমবার প্রকাশিত বিশ্ব টেনিস ব়্যাংকিংয়ের পরিসংখ্যান অনুযায়ী, সব মিলিয়ে ব়্যাংকিংয়ে 1 নম্বরে মোট 420 সপ্তাহ ধরে রয়েছেন জকোভিচ ৷ ফেডেরারের এই রেকর্ডটি অবশ্য অনেক আগেই ভেঙে দিয়েছিলেন নোভাক ৷ রজার ফেডেরার সব মিলিয়ে মোট 310 সপ্তাহ বিশ্ব ব়্যাংকিংয়ে এক নম্বরে ছিলেন ৷
গ্র্যান্ড স্ল্যাম জয়ের নিরিখে এখন নোভাক জকোভিচ সবার আগে ৷ 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক তিনি ৷ সেখানে রজার ফেডেরার 20টি ও রাফায়েল নাদাল 22টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ৷ এমনকি 1968 সাল থেকে শুরু হওয়া ওপেন এরায় সর্বাধিক সিঙ্গলস খেতাব জয়ের রেকর্ডও সার্বিয়ান টেনিস তারকার নামে ৷ উল্লেখ্য, পুরুষদের সিঙ্গলসে গ্র্যান্ড স্ল্যাম জয়ের নিরিখে কিংবদন্তি পিট সাম্প্রাসের 14টি খেতাবের রেকর্ড ভেঙেছিলেন রজার ফেডেরার ৷ দীর্ঘ সময় সেই রেকর্ড নিজের দখলে রেখেছিলেন তিনি ৷
এই সপ্তাহে মন্টে কার্লো মাস্টার্সে ক্লে-কোর্টে নামছেন নোভাক জকোভিচ ৷ এটি তাঁর ক্লে-কোর্টের গ্র্যান্ড স্ল্যাম অর্থাৎ, ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি ৷ আগামী 26 মে শুরু হচ্ছে রোলাঁ গারো ৷ কোচ গোরান ইভানিসেভিচের থেকে আলাদা হয়ে যাওয়ার পর এটাই নোভাক জকোভিচের প্রথম গ্র্যান্ড স্ল্যাম হতে চলেছে ৷ গত সেপ্টেম্বর মাসে শেষ গ্র্যান্ড স্ল্যাম খেতাব যুক্তরাষ্ট্র ওপে জিতেছিলেন নোভাক ৷ সেই সময় 1 নম্বর ব়্যাংকিং পুনরায় ফিরে পান তিনি ৷ সোমবার প্রকাশিত ব়্যাংকিং অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছেন জানিক সিনার, তিন নম্বরে কার্লোস আলকারাজ, চারে ড্যানিয়েল মেদভেদেভ এবং পাঁচে আলেকজান্ডার জেভেরেভ ৷
আরও পড়ুন:
- 123 নম্বর বিশ্ব ব়্যাংকিংয়ের কাছে হেরে পারিবাস ওপেন থেকে বিদায় নোভাকের
- রড লেভার এরিনায় ইন্দ্রপতন, চতুর্থ বাছাই সিনারের কাছে হেরে বিদায় জোকারের
- 14 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল চেন্নাই, চলতি আইপিএলে প্রথম হার নাইটদের