পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফের বিবর্ণ মোহনবাগান, চেন্নাইয়িনের বিরুদ্ধে গোলশূন্য ড্র সবুজ-মেরুনের - ISL 2024 25

চেন্নাইয়িনের বিরুদ্ধেও মোহনবাগান সুপার জায়ান্টের খেলায় শ্রী ফিরল না ৷ গোলশূন্যভাবে শেষ হল মোহনবাগান-চেন্নাইয়িন ম্যাচ।

ISL 2024 25
চেন্নাইয়ের কাছে গোলশূন্য ড্র ম্যাচ সবুজ-মেরুনের (আইএসএল মিডিয়া)

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2025, 10:43 PM IST

কলকাতা, 21 জানুয়ারি:জামশেদপুরের পরে চেন্নাইয়িন। আইএসএলে টানা ড্র মোহনবাগান সুপার জায়ান্টের। মঙ্গলবার জওহরলাল নেহরু স্টেডিয়ামে চলতি আইএসএলের সবচেয়ে বিবর্ণ ফুটবল উপহার দিল সবুজ-মেরুন। খেলার ফল 0-0 ৷

প্রথম একাদশে দিমিত্রি পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্ট ফিরলেন। মাঝমাঠে অভিষেক সূর্যবংশী, দীপক টাংরি খেললেন। তাতেও মোহনবাগান সুপার জায়ান্টের খেলায় শ্রী ফিরল না। দুই প্রান্ত ধরে মনবীর সিং এবং লিস্টন কোলাসোর দৌড় প্রথম থেকে না-থাকাতেই সবুজ-মেরুন আক্রমণের চেনা ঝাঁঝ উধাও। আক্রমণে সুহেল ভাটকে সুযোগ দিয়েছিলেন হোসে মোলিনা। কিন্তু তিনিও দাগ কাটতে ব্যর্থ। ফলে 70 মিনিটে মনবীর এবং লিস্টনকে নামাতে বাধ্য হন তিনি।

কার্ড সমস্যায় এই ম্যাচে চেন্নাইয়িনের ডাগ আউটে ছিলেন না ওয়েন কোয়েল। কিন্তু তাঁর সাজানো নীল নকশাতেই সবুজ-মেরুন আক্রমণ রুখল চেন্নাইয়িন। দুই পক্ষই মাঝমাঠের দখল নিয়ে ম্যাচের নিয়ন্ত্রক হতে চেয়েছিল। গ্রেগ স্টুয়ার্টকে কড়া নজরদারিতে রেখে এবং পেত্রাতোসকে পায়ের জঙ্গলে দিগভ্রান্ত করে রাশ তুলে নিতে চেয়েছিল চেন্নাইয়িন। জর্ডন মারে বিরতির আগে একটি বল পোস্টে মারা ছাড়া সেভাবে সবুজ-মেরুন রক্ষণকে অস্বস্তিতে ফেলতে পারেননি।

অন্যদিকে পেত্রাতোস, স্টুয়ার্ট এবং সুহেল ভাট একবারের জন্যও গোলের মুখ খুলতে পারেননি। বাধ্য হয়ে মোলিনা 77 মিনিটে পেত্রাতোসের বদলে জেমি ম্যাকলারেনকে মাঠে নামিয়ে দেন। কিন্তু বলের জোগান কাটার কাজটা চেন্নাইয়িন নিখুঁতভাবে করে যায় শেষ পর্যন্ত। ফলে শেষ 20 মিনিট আক্রমণভাগে বড় বদল এনেও মোহনবাগান সুপার জায়ান্ট ফায়দা তুলতে ব্যর্থ। জামশেদপুর এফসির পরে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধেও আটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। তবে 37 পয়েন্ট নিয়ে এখনও সবার ওপরে মোলিনার ছেলেরা। কিন্তু যেভাবে তারা বিবর্ণ ফুটবল উপহার দিল, তা চিন্তা বাড়াবে মোলিনার ৷

  • অভিষেকে উজ্জ্বল সেলিস, তবু হারের হ্যাটট্রিকে আঁধারে লাল-হলুদ

ABOUT THE AUTHOR

...view details