কলকাতা, 29 নভেম্বর: তরতরিয়ে চলছে সবুজ-মেরুন নৌকা । প্রতিপক্ষের ওপর দাপট দেখানোই নয়, রক্ষণ অক্ষত রেখে জয় তুলে নেওয়ার অভ্যাস গড়ে তুলেছে মোহনবাগান । প্রথমবার পয়েন্ট টেবিলের মগডালে উঠেও নামতে হয়েছে বেঙ্গালুরু শেষ মুহূর্তের গোলে মহমেডানকে হারানোয় । আজ চেন্নাইয়িনকে হারালে ফের শীর্ষস্থানে পৌঁছে যাবে মোহনবাগান ৷
গ্রেগ স্টুয়ার্টকে শনিবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সম্ভবত পাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টে । স্কটিশ মিডফিল্ডার বল নিয়ে প্র্যাকটিস শুরু করেছেন । ফলে পেত্রাতোসের বদলে ফের তিনি প্রথম একাদশে শুরু করতে পারেন । যদিও শেষ কয়েকটি ম্যাচে তাঁর বদলে শুরু থেকে নেমে দিমিত্রি পেত্রাতোস দলকে ভরসা দিয়েছেন । নতুন হেয়ার স্টাইলে অবতীর্ণ দিমির জেমি ম্যাকলারেনের সঙ্গেও বোঝাপড়া গড়ে উঠেছে । ফলে মোলিনার কাজটা আরও কঠিন হয়েছে ৷
কোচ হোসে মোলিনা বলছেন, আরও ক্ষুরধার হবে মোহনবাগানের খেলা ৷ সবুজ-মেরুনের খেলায় খুশি সমর্থকরাও ৷ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলে জামশেদপুরকে উড়িয়ে শীর্ষে ফিরবে বাগান ? নাকি ম্যাচ পকেটে পুরবে মারিনা মাচানসরা ? কোথায় দেখা যাবে মোহনবাগানের ম্যাচ ?
|