কলকাতা, 20 এপ্রিল: ফের আন্তেনিও লোপেজ হাবাসহীন মোহনবাগান সুপার জায়ান্টের অনুশীলন । যদিও হেডস্যরের অনুপস্থিতিতেও ফোকাসড বাগান শিবির । পরিস্থিতি যাই হোক না কেন, ত্রিমুকুট ঘরে তোলাই এখন পাখির চোখ দিমিত্রি-মনবীরদের । কেরালাকে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে ওড়িশা এফসি ৷
তিন দিনের ছুটি কাটিয়ে ফের বল পায়ে মাঠে নেমেছেন কামিংস-সাদিকুরা। মিশন লিগ শিল্ড চ্যাম্পিয়ন পূরণ হয়ে গিয়েছে। এবার আইএসএল ট্রফি জয়ই লক্ষ্য মোহনবাগানের। শুক্রবার হেডকোচ আন্তেনিও লোপেজ হাবাসকে ছাড়াই অনুশীলন শুরু করল বাগান ব্রিগেড। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ নিয়ে চিন্তিত নয় মোহনবাগান। নক-আউটে ভালো ফুটবল খেলাই মূল লক্ষ্য হবে দিমিত্রিদের-কামিংসদের। তিনদিন ছুটির পর ফের অনুশীলন। তাই রিকভারি সেশনে জোর। তাই ফিটনেস কোচের তত্ত্বাবধানে বেশ কিছুটা সময় কাটানোর পরই বল পায়ে মাঠে নেমে পড়লেন তাঁরা ।
আন্তেনিও লোপেজ হাবাসের ডাগ-আউটে থাকা কার্যত নিশ্চিত হলেও সাহালকে নিয়ে অনিশ্চয়তার মেঘ ঘন হচ্ছে । তাঁকে ছাড়াই হয়তো নক-আউটে সম্ভবত লড়তে হবে সবুজ-মেরুনে। রি-হ্যাবে ব্যস্ত থাকলেও সাহালকে অবশ্য হালকা দৌড়তে দেখা গেল । অন্যদিকে, অনুশীলনের ফাঁকে বেশ কিছুটা সময় ফিজিওকে দিলেন জেসন কামিংসও । সূত্রের খবর, অজি স্ট্রাইকারের পায়ের পেশিতে হালকা চোট রয়েছে । শেষ ম্যাচে লাল কার্ড দেখায় প্রথম লেগের সেমিফাইনালে ব্রেন্ডন হ্যামিলকে পাবেন না হাবাস ।
অনুশীলনের চুম্বক সবুজ-মেরুন হেডস্যারের অনুপস্থিতি । যদিও সামনে না-থাকলেও হাবাস নাকি প্রতিনিয়ত কড়া নজর রাখছেন তাঁর ফুটবলারদের উপর । সেই মতোই পরিকল্পনা বুঝিয়ে সহকারী ম্যানুয়েলকে মাঠে পাঠাচ্ছেন তিনি ।
আরও পড়ুন:
- ‘রাখে কৃষ্ণ মারে কে’, বাগানের প্রাক্তনীর জাদুতেই শেষ চারে সবুজ-মেরুনের সামনে ওড়িশা
- লিগ শিল্ড জিতলেও সাদামাটা উদযাপন কেন ? কী বলছে সুপার জায়ান্ট
- তিনিই বস, বাগানকে শিল্ড দিয়ে বোঝালেন ছেষট্টির হাবাস