বেঙ্গালুরু, 11 এপ্রিল: ওড়িশাকে হারিয়ে লিগ শিল্ডের দিকে আরও একধাপ এগিয়ে গিয়েছে মুম্বই । এক ম্যাচ বেশি খেলে বাগানের সঙ্গে পাঁচ পয়েন্টের পার্থক্য । ফলে লিগ শিল্ড জয়ের দৌড়ে টিকে থাকতে হলে বেঙ্গালুরুকে হারাতেই হত ৷ অ্যাওয়ে ম্যাচে ‘ডু অর ডাই’ খেলতে নেমে সুনীল ছেত্রীদের কার্যত ছিঁড়ে খেল গঙ্গাপাড়ের ক্লাব ৷
হেক্টর ইউস্তের পরে মনবীর সিং, অনিরুদ্ধ থাপা ও আর্মান্দো সাদিকুরর গোলে কান্তিরাভায় সবুজ-মেরুন ঝড় । বেঙ্গালুরু এফসিকে 4-0 গোলে হারিয়ে আইএসএল লিগ শিল্ড জয়ের চুড়ান্ত পর্বে মোহনবাগান সুপার জায়ান্ট । 15 এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসিকে হারাতে পারলেই অধরা লিগ শিল্ড ঢুকবে গঙ্গাপাড়ের ক্লাবে ।
কান্তিরাভায় প্রথমার্ধ যদি গোল, ফাউল এবং পেনাল্টি নষ্টের সৌজন্যে ঘটনাবহুল হয়, তাহলে বিরতির পরবর্তী 45 মিনিটের রং সবুজ-মেরুন । আন্তেনিও লোপেজ হাবাস অসুস্থতার কারণে অনুপস্থিত । ডাগ-আউটে দলের চাণক্যের অনুপস্থিতিতেও মোহনবাগান যেন সুপার জায়ান্টে পরিণত । প্রতিটি মিনিট তারা প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই শুধু করল না ৷ তাদের পদানত করল, দলিত করল । এই দুই প্রতিপক্ষের ফুটবল বৈরিতা মানেই বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ । সবচেয়ে বড় ব্যবধান 5-0 জয়ের রেকর্ড রয়েছে সবুজ-মেরুনের । লক্ষ্মীবারে কান্তিরাভায় সেই রেকর্ড ভেঙেই যেতে পারত ।