কলকাতা, 30 এপ্রিল: দল ফাইনালে ওঠার পর আন্তেনিও লোপেজ হাবাস বলেছেন, এটা দলগত ইচ্ছাশক্তির জয়। ফের আইএসএল ট্রফি জয়ের দোরগোড়ায় সবুজ-মেরুন। এটিকে মোহনবাগান থেকে মোহনবাগান সুপার জায়ান্টে পরিবর্তিত হওয়ার প্রথম বছরেই আইএসএল ট্রফি জয়ের সুযোগ। 4 মে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফের সবুজ-মেরুন গর্জনের প্রতীক্ষা? তবে মোহন সমর্থকদের জন্য খারাপ খবর, নির্বাসনের জন্য ফাইনালে নেই আর্মান্দো সাদিকু ৷
ওড়িশা এফসি-র বিরুদ্ধে ভুবনেশ্বরে প্রথম লেগের সেমিফাইনালে আহমেদ জাহুকে ফাউল করে লাল-কার্ড দেখেছিলেন সাদিকু। তার জন্যই ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি এই শাস্তি দিয়েছে। এর ফলে দ্বিতীয় লেগের সেমিফাইনালের পরে ফাইনালে নামতে পারবেন না। কারণ চার ম্যাচের জন্য নির্বাসিত তিনি ৷ যদিও মোহনবাগানের তরফে জানানো হয়েছে, তাদের কাছে এখনও পর্যন্ত সাদিকুর শাস্তির ব্যাপারে কোনও চিঠি আসেনি।
এদিকে মঙ্গলবার থেকে আইএসএল ফাইনালের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের দাম 150, 200, 300 টাকা ৷ ফাইনালে ওঠার কৃতিত্ব কোচ আন্তেনিও লোপেজ হাবাস পুরো দলকে দিয়েছেন। তিনি বলেন, "আমাদের ফুটবলারদের ইচ্ছাশক্তিকে আমি কুর্নিশ জানাই। এই কারণেই দল জিততে পেরেছে। ম্যাচের আগে টিম মিটিংয়ে কথা বলতে গিয়েই আমি বুঝেছিলাম ফুটবলাররা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। 90 মিনিট আমি ঠিক যেমন আশা করেছিলাম, প্রত্যেকে তেমনই পারফর্ম করেছে এবং দলকে ফাইনালে তুলেছে।"