পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভারত ফুটবল বিশ্বকাপ খেলবে, আশাবাদী 'মোহনবাগান রত্ন' সৌরভ - Mohun Bagan Day Celebrations

Mohun Bagan Day Celebrations: প্রতিবছর এইদিনে মোহনবাগান রত্নে সম্মানিত করা হয় বিশিষ্টদের ৷ সোমবার বাগান শিবিরের ক্লাবতাঁবুতে পালন হল মোহনবাগান দিবস ৷ প্রাক্তন ভারতের ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় 'মোহনবাগান রত্ন' সম্মানে ভূষিত হন ৷ উত্তরীয় গলায় জড়িয়ে আশাবাদী সৌরভের কথা, "16 বছরের ইয়ামল যদি ইউরো কাপ ফাইনাল খেলতে পারে তাহলে ভারতও ফুটবল বিশ্বকাপ খেলবে ৷

Sourav Ganguly gets Mohun Bagan Ratna
সৌরভ গঙ্গোপাধ্যায় 'মোহনবাগান রত্ন' সম্মানে ভূষিত হন (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Jul 29, 2024, 10:37 PM IST

কলকাতা, 29 জুলাই: "জীবদ্দশায় ভারত বিশ্বকাপ ফুটবল খেলছে এটা দেখার আমি আশাবাদী। 16 বছরের ইয়ামল যদি ইউরো কাপ ফাইনাল খেলতে পারে তাহলে ভারতও পারবে। পঞ্চাশটা সেরা প্রতিভাকে বেছে নিয়ে নিয়মিত অনুশীল করাতে হবে এবং তাদের বিশ্বাস করতে হবে আমরাও পারি," মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত হওয়ার অনুষ্ঠানে মন্তব্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

বাগান শিবিরের ক্লাবতাঁবুতে পালন হল মোহনবাগান দিবস (ইটিভি ভারত)

এদিন সৌরভকে রত্ন সম্মানে ভূষিত করেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। সেইসময় মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা। কলকাতা ময়দানের সঙ্গে তাঁর যোগাযোগ নিবিড়। ছাত্রাবস্থায় বাবার মোহনবাগান সদস্য কার্ড নিয়ে খেলা দেখতে আসতেন। তাই বাংলার সেই আমলের ফুটবলাররা সৌরভের চেনা। মোহনবাগান দিবসের অনুষ্ঠানে এসে সে কথা বারবার বলেছেন।

এমনকী বাংলা দলের সন্তোষ ট্রফি এবং রঞ্জি ট্রফি দীর্ঘদিন না-জিততে পারার ব্যাপারেও তিনি খেলোয়াড়দের পাশে। মানোন্নোয়নে জোর দেওয়ার কথা বললেন। এই ব্যাপারে ক্লাবের সমর্থকদের সোচ্চার হতে বলছেন। দল জিতলেই সন্তুষ্ট হওয়া নয়, দলের খেলার গুণগত মান উন্নত হল কি না, সে ব্যাপারে সদস্য সমর্থকদের সচেতন হতে বলেছেন। এবিষয়ে ক্লাবকে সতর্ক করার দায়িত্ব সদস্য সমর্থকদের নেওয়ার কথাও বলেছেন সৌরভ। মোহনবাগান রত্ন পুরস্কার নিলেও তিনি আর্থিক পুরস্কার 2 লক্ষ টাকা মোহনবাগানের যুব ফুটবলের উন্নয়নে দিয়ে দেন।

পুরস্কার অর্থ ফেরালেন সৌরভ (ইটিভি ভারত)

পরে বেরোনোর সময় তিনি বলেন, "দু'টো ক্লাবের কাছ থেকে সম্মানিত হওয়ার মধ্যে দিয়ে একটা বৃত্ত সম্পূর্ণ হল। মনে রাখবেন, ময়দান হৃদস্পন্দন। সেখানে স্বচ্ছতা বজায় রাখা জরুরি ।" 9 বছর মোহনবাগান ক্লাবে খেলেছেন। স্পোর্টিং ইউনিয়ন থেকে মোহনবাগানে এসেছিলেন কার্যত বাবার অনুমতি না-নিয়েই। এই দলবদলে মায়ের প্রশ্রয় ছিল।

  • মোহনবাগান দিবসের ইতিবৃত্ত-

'মোহনবাগান শিল্ডজয়ী, ইস্ট ইয়র্ক 2-1 গোলে পরাভূত' ৷ 113 বছর আগে এটাই ছিল আইএফএ শিল্ড জয়ের পরের দিন ৷ 30 জুলাইয়ের বাংলা সংবাদপত্রের শিরোনাম। ম্যাচের ফল হয়েছিল মোহনবাগানের পক্ষে 2-1। জ্যাকসনের গোলে ইস্ট ইয়র্ক এগিয়ে গেলেও তা শোধ করেছিলেন শিবদাস ভাদুড়ী। জয়সূচক গোল এসেছিল অভিলাষ ঘোষের গোলে। পরাধীন ভারতে সেটাই ছিল ব্রিটিশদের বিরুদ্ধে খেলার মাঠে ট্রফি জয়ের দ্বৈরথে ভারতীয় প্রথম জয়। আনন্দের প্লাবন লেগেছিল সমাজের সর্বস্তরে। সেই জয়ের উদযাপন শতবর্ষ পরেও অব্যাহত। মোহনবাগান ক্লাব গত 25 বছর ধরে 29 জুলাই ঐতিহাসিক শিল্ড জয়ের উদযাপন মোহনবাগান দিবস হিসেবে পালন করে আসছে ক্লাবতাঁবুতে।

অরূপ বিশ্বাসের সঙ্গে 'মোহনবাগান রত্ন' সৌরভ গঙ্গোপাধ্যায় (ইটিভি ভারত)
  • এক নজরে দেখে নেওয়া যাক কারা সম্মানিত হলেন-

এই বছর মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু প্রাক্তন ভারত অধিনায়ক নন মোহনবাগান দিবসে মোট 14 জন পুরষ্কৃত হলেন।

পুরস্কার প্রাপকদের তালিকাটি হল-

  • জীবনকৃতি সম্মান পেলেন বিমল মুখোপাধ্যায় ৷
  • সেরা ফুটবলার (শিবদাস ভাদুড়ী পুরস্কার) দিমিত্রি পেত্রাতোস ৷
  • সেরা ক্রিকেটার (অরুণ লাল পুরস্কার) অভিলিন ঘোষ ৷
  • সেরা ক্রীড়া সাংবাদিক (মতি নন্দী পুরস্কার) দেবাশিস দত্ত ৷
  • সেরা স্ট্রাইকার (সুভাষ ভৌমিক পুরস্কার) মনবীর সিং ৷
  • সুহেল আহমেদ ভাট হচ্ছেন সেরা যুব ফুটবলার ৷
  • সেরা অ্যাথলিট (প্রণব ব্যানার্জী পুরস্কার) করুণাময় মাহাতো ৷
  • বর্ষসেরা হকি প্লেয়ার (কেশব দত্ত পুরস্কার) সৌরভ পাশিন ৷
  • সেরা সমর্থক (উমাকান্ত পালোধি পুরস্কার) বাপি মাঝি ও অজয় পাশওয়ান।
  • সেরা রেফারি সম্মান (প্রতুল চক্রবর্তী পুরস্কার) দিলীপ সেন ৷

মোহনবাগান দিবস সকালে সিনিয়র দল অনুশীলন শুরু করল কোচ হোসে মোলিনার অধীনে। তাঁদের ফুল মালায় বরণ করে নেওয়া হয়।

ABOUT THE AUTHOR

...view details