পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

তিলোত্তমায় ক্রিকেটীয় উত্তাপ, চেনা ইডেনে জাতীয় দলের অনুশীলনে ফিরলেন শামি - IND VS ENG 1ST T20I

ইডেনে দেখা মিলল ভারতীয় দলের নয়া ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের ৷ তবে ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্য়াচের প্রস্তুতিতে ইডেনে মধ্যমণি মহম্মদ শামি ৷

TEAM INDIA PRACTICE AT EDEN
সতীর্থদের সঙ্গে অনুশীলনে মহম্মদ শামি (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Jan 19, 2025, 8:32 PM IST

কলকাতা, 19 জানুয়ারি: চোদ্দ মাস পর ভারতীয় দলের অনুশীলনে ফিরলেন মহম্মদ শামি। 2023 বিশ্বকাপের পর থেকে চোট-আঘাত সমস্যায় ভুগেছেন ৷ লন্ডনে অস্ত্রোপচারও হয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দীর্ঘ রিহ্যাবের পর প্রত্যাবর্তনের প্রাথমিক ধাপ হিসেবে বেছে নিয়েছিলেন ঘরোয়া ক্রিকেটকে ৷ বাংলা হয়ে রঞ্জি, বিজয় হাজারে খেলে অবশেষে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে প্রত্যাবর্তন করেছেন ডানহাতি স্পিডস্টার ৷ তারই অনুশীলন শুরু হল রবিবার ৷

শনিবারই পৌঁছে গিয়েছিলেন ভারতীয় দলের অধিকাংশ ক্রিকেটার এবং পুরো ইংল্যান্ড দল ৷ তবে রবিবাসরীয় ইডেনে অনুশীলন আগেই বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল জস বাটলারের দল ৷ তবে চুটিয়ে অনুশীলন সারল ভারতীয় দল ৷ দলে যোগ দিলেন নয়া ব্যাটিং কোচ সীতাংশু কোটাকও ৷ সহকারি কোচ হিসেবে অভিষেক নায়ারের পারফরম্য়ান্সে অখুশি টিম ম্যানেজমেন্ট নিঃশব্দেই কোটাককে নিয়োগ করেছে ব্যাটিং কোচ হিসেবে ৷ চ্য়াম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে প্রাক্তন সৌরাষ্ট্র ক্রিকেটারের প্রথম অ্যাসাইনমেন্ট এটাই ৷

নতুন বছরের শুরুতে কলকাতায় আর্ন্তজাতিক ক্রিকেট ম্যাচ। ধীরে হলেও আগ্রহ বাড়ছে। রবিবার ভারতীয় দল অনুশীলনে নামার পর সেই আগ্রহ আরও বাড়ল বৈকি। রবিবাসরীয়ে ইডেনে ভারতীয় দল অনুশীলন শুরু করে বিকেল সাড়ে 4টে থেকে। আগ্রহের কেন্দ্রবিন্দুতে মহম্মদ শামি। এখনও পায়ে স্ট্র্যাপ জড়ানো থাকলেও বোলিংয়ে যে কোনও সমস্যা নেই, তা নিশ্চিত ৷ বরং অনেক বেশি সাবলীল ৷ প্র্যাকটিস পিচের একটিতে হর্ষিত রানার সঙ্গে বোলিং অনুশীলন করলেন তিনি। অন্য নেটে নিজেদের ঝালিয়ে নিলেন রবি বিষ্ণোই এবং ওয়াশিংটন সুন্দর। আর্শদীপ সিং পৌঁছচ্ছেন রবিবার ৷

ইডেনে সূর্যকুমার (ETV Bharat)

কুড়ি-বিশের ক্রিকেটে ইংল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ। তাই বুধের সন্ধ্যায় ক্রিকেটের নন্দনকাননে কড়া চ্যালেঞ্জ সামলাতে হবে ধরে নিয়েই গৌতম গম্ভীরের কড়া নজরদারিতে ভারতীয় ব্রিগেড। বিরাট কোহলি, রোহিত শর্মারা সংক্ষিপ্ত ফরম্য়াট থেকে অবসর নিয়েছেন। ফলত নতুন তারার প্রত্যাশায় তিলোত্তমা। তবে প্রথমদিন যাবতীয় ফোকাস শামির উপরেই। ইডেন তাঁর ঘরের মাঠ। ফলে চেনা পরিবেশে আন্তর্জাতিক মঞ্চে শামির উজ্জ্বল প্রত্যাবর্তনের অপেক্ষা।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details