পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইডেনে মুম্বই 'বধ' করে প্লে-অফের টিকিট পেতে মরিয়া নাইটরা - IPL 2024 - IPL 2024

KKR vs MI: চলতি আইপিএলের দ্বিতীয় সাক্ষাতেও মুম্বই 'বধ' ৷ এই লক্ষ্য নিয়ে শনি সন্ধেয় ইডেনে নামছে নাইট শিবির ৷ আর আজকের ম্যাচ জেতা মানেই প্লে-অফে টিকিট নিশ্চিত করা কেকেআরের কাছে ৷ এদিক হার্দিকরা আজ 'নো-টেনশনে' ৷ 12 ম্যাচের 8টাতে হেরে এবারের কোটিপতি লিগে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নদের ৷ তাই হার্দিকদের খোলা মনের খেলার সম্ভাবনাই যেন কাঁটা না-হয়ে দাঁড়ায় কেকেআরের কাছে ৷

KKR vs MI
বাঁ-দিকে শ্রেয়স আইয়ার ও ডানদিকে হার্দিক পাণ্ডিয়া (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 1:34 PM IST

কলকাতা, 11 মে:এবারের আইপিএল প্রায় শেষের পথে ৷ শনি সন্ধ্যায় ইডেনে শেষ ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স ৷ প্রতিপক্ষ দল মুম্বই ইন্ডিয়ান্স ৷ যারা ইতিমধ্যে চলতি কোটিপতি লিগ থেকে বিদায় নিয়েছে ৷ সব থেকে বড়কথা মরশুমের প্রথম সাক্ষাতে এক যুগ পর মুম্বইয়ের ঘরের মাঠে গিয়েই হার্দিকদের হারিয়েছে পার্পল ব্রিগেড ৷ আজ হার্দিকদের হারানোর কিছু না-থাকলেও 12 বছর পর হারের বদলা ক্রিকেটের নন্দনকাননেই নিতে চাইবে পলটনরা ৷ শনিতে বাজিমাত করতে পারলেই লিগ টেবিলের টপার রাইডার্সরা প্লে-অফের টিকিট নিশ্চিত করবে ৷

দুই দল মুখোমুখি হয়েছিল গত 3 মে। ওয়াংখেড়েতে সেই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে কলকাতা। ভেঙ্কটেশ আইয়ার এবং মণীশ পাণ্ডে ছাড়া আর কেউই ব্যাটে প্রভাব ফেলতে পারেননি ৷ এবারের মরশুমে সুনীল নারিন ফিল সল্ট যেভাবে ধারাবাহিক ছন্দে রয়েছেন, তাঁরা সেদিনের ম্যাচে রান পাননি ৷ সেদিনের ম্যাচে ভালো বল ঘোরান জসপ্রীত বুমরা, নুয়ান তুষারা ও হার্দিক পাণ্ডিয়া ৷ পরে বল হাতে মিচেল স্টার্ক 4 উইকেট নিয়ে দলকে জিতিয়ে দেন। এক যুগ পর ওয়াংখেড়েয় জেতে নাইটরা।

এখনও পর্যন্ত কেকেআর ও মুম্বই মুখোমুখি হয়েছে 33 বার ৷ তাতে 23 বার জিতেছে রোহিতরা ও 10 বার জয়ের মুখ দেখেছে নারিনরা ৷ ঘরের মাঠেও মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের ইতিহাস খুব ভালো নয়। মুখোমুখি 10 বারের সাক্ষাতে বাদশার দল জিতেছে 3 বার ৷ আর নীতা অম্বানির দল জিতেছে 7 বার ৷ পাঁচ বছর পর আবার ইডেন গার্ডেন্সে মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামতে চলেছে কলকাতা। 2019 শেষবার নেমেছিল। বর্তমাবে লিগ টেবিলে 11 ম্যাচে 8 জয়ে 16 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে রয়েছে কেকেআর। ফলে মুম্বইকে হারাতে পারলে শুধু প্লে-অফ নয়, প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত হয়ে যাবে নাইটদের।

  • কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ-ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, অঙ্গকৃষ রঘুবংশী, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা (ইমপ্যাক্ট প্লেয়ার-বৈভব অরোরা, মণিশ পাণ্ডে)
  • মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ-ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রোহিত শর্মা, নমন ধীর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), টিম ডেভিড, আনশুল কাম্বোজ/লুক উড, পীযূষ চাওলা, জসপ্রীত বুমরা, নুয়ান তুষারা (ইম্যাক্ট প্লেয়ার- ডিওয়াল্ড ব্রেভিস/রোমারিও শেফার্ড) ৷

আরও পড়ুন:

  1. জয়ের হ্যাটট্রিকে শীর্ষে নাইটরা, প্লে-অফের দোরগোড়ায় কলকাতা
  2. বেনারসে দিনভর পুণ্যার্জন নাইটদের, বৃষ্টি বিড়ম্বনা কাটিয়ে শহরে ফিরল কেকেআর
  3. স্বস্তির বৃষ্টিতে অস্বস্তিতে কেকেআর, বিমান বিভ্রাটে গুয়াহাটি-বারাণসী ঘুরে ডেরায় ফিরছে নাইটরা

ABOUT THE AUTHOR

...view details