বার্বাডোজ, 19 জুন: টি-20 বিশ্বকাপের নক-আউটে নামছে টিম ইন্ডিয়া ৷ সুপার এইটের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান ৷ ঝুলিতে সাফল্য না-থাকলেও রশিদ খানরা সবসময়ই বিপক্ষ দলের মাথাব্যথার কারণ ৷ ওডিআই বিশ্বকাপে চ্যাম্পিয়ন অজিদের শেষ আটে প্রায় পেড়ে ফেলেছিলেন আফগানরা ৷ এছাড়াও বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সঙ্গেও খেলতে হবে টিম ইন্ডিয়াকে ৷ ফলে আপাত সহজ গ্রুপে পড়লেও প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই নেই ৷
নক-আউট পর্বের আগে ‘রোহিত অ্যান্ড কোং’য়ের সবচেয়ে চিন্তার জায়গা টিম কম্বিনেশন ৷ ইউএসএ ম্যাচে সূর্যকুমার যাদব ফর্মে ফিরলেও এখনও বিরাট কোহলির ব্যাট কথা বলেনি ৷ এখনও পর্যন্ত দু’অঙ্কের রান আসেনি বিরাট-ব্যাটে ৷ তার উপর সৌরভ নাটভেকরের বলে যেভাবে খোঁচা মেরে উইকেট দিয়ে এসেছিলেন, তা যথেষ্ট চিন্তার ৷ যদিও নক-আউটে রানমেশিন সবসময়ই ভয়ংকর ৷ অতীতের পরিসংখ্যানই ভরসা দিচ্ছে ভারতকে ৷
একাদশে আসতে পারেন কুলদীপ
টুর্নামেন্টের শুরুতে অধিনায়ক রোহিত শর্মা চার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজাকে একাদশে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করেছিলেন । সেই কম্বিনেশনেই গ্রুপ পর্ব খেলেছে দল ৷ নিউইয়র্কের বোলারদের স্বর্গে নামানো দল বদলাবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷