পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

খেলা দেখার বড় শখ ! হাজার মানুষের ভিড় ঠেলে বাবার কাঁধে চড়ে ইডেনে বিক্রম - KKR Specially Abled Fan - KKR SPECIALLY ABLED FAN

Fan of Watching Sports: খেলা দেখতে বিক্রম বড় ভালোবাসে ৷ তাপপ্রবাহ উপেক্ষা করেও ছেলের ইচ্ছেপূরণে সামিল হয়েছেন বাবা ৷ ছেলেরও কষ্ট নেই ৷ অসুস্থ হয়েও মনের জোরে আজ ইডেনে বিক্রম ৷

KKR super fan Bikram Ghatak
বাবার পিঠে চড়ে ইডেনে বিক্রম

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 6:42 PM IST

Updated : Apr 23, 2024, 8:57 AM IST

বাবার পিঠে চড়ে ইডেনে বিক্রম

কলকাতা, 22 এপ্রিল: হাজার ষাটেক দর্শকের ভিড়ে বিক্রম স্বতন্ত্র । কল্যাণীর বি ব্লকে বাড়ি । বয়স 26 । শারীরিক অসুস্থতার জন্য স্নাতক স্তরে উঠে পড়াশোনা ছাড়তে হয়েছে । জন্ম থেকে বিক্রম স্প্যাসটিক । দুটো পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই । কথা জড়ানো । কিন্তু মনের জোর অসীম । ক্রীড়াপ্রেমী যুবকটি খেলা দেখতে ভালোবাসে । তাই যুবভারতী ক্রীড়াঙ্গন হোক বা ইডেন উদ্যান, বাবা বিপ্লব ঘটকের পিঠে চেপে বিক্রম হাজির হয় ।

কল্যাণী থেকে ধর্মতলা । প্রথমে ট্রেন তারপর মেট্রোতে চেপে বিক্রম, বিপ্লব এবং অনিন্দিতার ইডেন অভিযান । অনিন্দিতা সম্পর্কে বিক্রমের মামাতো বোন । দাদার খেলা দেখার নেশায় বছর একুশের মেয়েটি শরিক হয়েছে ।

দক্ষিণবঙ্গ জুড়ে এখন তাপপ্রবাহের সতর্কতা । এর মধ্যে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলা দেখতে উপচে পড়া দর্শকের ভিড় । তারই মধ্যে বিক্রম পা মিলিয়ে চলে । শহিদ মিনারের গাছতলায় পৌঁছে বিপ্লব ঘটক ছেলেকে নামালেন । ছেলের আবদার মেনে পড়িয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্সের বেগুনি সোনালি জার্সি । জার্সির পিছনে নম্বর 35 । নাম লেখা রিঙ্কু সিংয়ের । তুমি কি রিঙ্কু সিংয়ের ফ্যান ? জড়ানো গলায় বিক্রমের উত্তর,"ছোটবেলা থেকে আমি খেলা দেখতে ভালোবাসি । ক্রিকেটে আমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভক্ত । তিনি তো অবসর নিয়েছেন । ফুটবলে আমি আর্জেন্টিনার লিওনেল মেসির ভক্ত । গত বছর ক্রিকেট বিশ্বকাপে চারটে ম্যাচ দেখেছিলাম । কেকেআর আগের ম্যাচটা যেটা দুপুরে হয়েছিল সেটাতে এসেছিলাম । কষ্ট হয় না আমার ।"

ছেলের কথার রেশ ধরে বাবা বিপ্লব ঘটক বলেন,"আমি ওকে নিয়ে আসি । অনেকে তো বাবার পরিচয়ে পরিচিত হয় আমি আমার ছেলের পরিচয়ে পরিচিত । আমার ছেলে বিক্রম খেলা দেখতে ভালোবাসে । কল্যাণী হোক বা যুবভারতী ক্রীড়াঙ্গন কিংবা ইডেন উদ্যান, আমি ওকে নিয়ে আসি । এখনও পর্যন্ত ফুটবল ও ক্রিকেট মিলিয়ে মোট 60টা খেলা দেখেছে । লক্ষ্য 101টা ম্যাচ দেখার । লর্ডসে গিয়ে ম্যাচ দেখার ইচ্ছে রয়েছে ওর । জানি না পূরণ হবে কি না ।"

পেশায় স্কুল শিক্ষক বিপ্লববাবু জানান, ছেলের খেলা দেখার খরচ তাঁকে বহন করতে হয় না । সারাবছর আত্মীয় স্বজনরা যে যা টাকা দেয় তা জমিয়ে রেখে দেয় । তারপর খেলা দেখার টিকিট যোগাড় করার জন্য তাড়া দিতে থাকে । অনলাইনে টিকিট কাটার পাশাপাশি 500 টাকার টিকিট কখনও কালোবাজারে তিন হাজার টাকা দিয়েও কাটতে হয়েছে ৷

খেলা শুরু হতেই হাজার পায়ের ভিড়ে চার নম্বর গেট দিয়ে গ্যালারির উদ্দেশ্যে চলে বিক্রম । ছেলের ইচ্ছেপূরণে বাবার অক্লান্ত পথ চলা মিশে যায় হাজার পায়ের ভিড়ে ।

আরও পড়ুন :

  1. 'তুমি আসল হিরো, অনুপ্রেরণা'; জম্মু ও কাশ্মীরে প্যারা-ক্রিকেটার আমিরের সাক্ষাতে সচিন
  2. 'স্বপ্ন সত্যি', চিপকে সেলফি তুলে খবরের শিরোনামে 'বিরাট' ভক্ত
  3. কোহলির সঙ্গেই জন্মদিন, 30 হাজারে টিকিট কিনে 'বিরাট' খেলায় ইডেনে দম্পতি
Last Updated : Apr 23, 2024, 8:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details