পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্রথম একাদশে ফেরার প্রস্তুতি রানার, নাইটদের চিন্তায় জঘন্য ফিল্ডিং - IPL 2024 - IPL 2024

IPL 2024: আইপিএলে পরের ম্যাচে হর্ষিত রানা চোট সারিয়ে প্রথম একাদশে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন ৷ কিন্তু, তারপরেও একাধিক চিন্তা কলকাতা নাইট রাইডার্স শিবিরে ৷ দলের ফিল্ডিং ও মিচেল স্টার্কের বোলিং মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের জন্য ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 11:38 AM IST

কলকাতা, 13 এপ্রিল: গত দু’বছর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে কাজ করেছিলেন গৌতম গম্ভীর ৷ এবার তিনি কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ৷ রবিবার মেন্টর গম্ভীরের পুরনো দল বনাম বর্তমান দলের দ্বৈরথ ইডেন গার্ডেন্সে ৷ লখনউকে দিয়ে ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচের লম্বা সফর শুরু হবে নাইট রাইডার্সের ৷ তার আগে বৃহস্পতিবার বিকেলে গৌতম গম্ভীরকে দেখা গিয়েছিল কালীঘাট মন্দিরে ৷ সেখানে পুজো দিয়ে তারপর ইডেনে গেলেন দলের প্র্যাকটিসে ৷

আইপিএলের সপ্তদশ সি প্রথম তিন ম্যাচ জয় দিয়ে শুরু করেছিল কেকেআর ৷ তবে, শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ধরাশায়ী হয়েছে নাইটরা ৷ যেখানে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমান ব্যর্থতা ৷ চিপকের মাঠের ভুলগুলি শুধরে এবার জয়ের রাস্তায় ফেরার পালা ৷ তারই শেষ মুহূর্তের প্রস্তুতিতে নেমে পড়েছে নাইট শিবির ৷ চোট সারিয়ে মাঠে ফিরেছেন হর্ষিত রানা ৷ দীর্ঘক্ষণ বল করলেন নেটে ৷ ইডেনে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ওভারে তাঁর দুরন্ত বোলিং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ৷

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সম্ভবত প্রথম একাদশে ফিরছেন হর্ষিত রানা ৷ তবে, নীতীশ রানাকে ইডেনে দলের সঙ্গে দেখা গেলেও, তিনি ম্যাচে নেই ৷ চোট পাওয়া আঙুলে এখনও ক্লিপ করা ৷ ফলে এক হাতে ব্যাট নিয়ে নকিং করার চেষ্টা করলেন মাত্র ৷ শুক্রবার অনুশীলনে দীর্ঘক্ষণ বল করলেন মিচেল স্টার্ক ৷ আইপিএলের সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার ছাপ ফেলতে ব্যর্থ ৷ ফলে কেকেআর দলের পেস বোলিং আক্রমণে প্রত্যাশিত ধার মিলছে না ৷ ফিটনেস ট্রেনিংয়ের শেষে দীর্ঘক্ষণ নেটে পড়ে থাকতে দেখা গেল অজি স্পিডস্টারকে ৷ দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে 2 উইকেট পাওয়া ছাড়া অজি পেসারের খাতা শূন্য ৷

এমনকি প্রতিপক্ষ ব্যাটাররা স্টার্কের আগুনে বোলিংয়ে সমস্যায় পড়ার থেকে বেশি, তাঁর গতিকে কাজে লাগিয়ে রানের উৎসবে মেতেছে ৷ পরিস্থিতি কঠিন হয়ে যাচ্ছে বুঝতে পেরে স্টার্কও নিজের বোলিং ছন্দে ফেরাতে নেটে পড়ে রয়েছেন ৷ শুক্রবারের অনুশীলনে ফিল্ডিংয়ে জোর দিল নাইটরা ৷ বিশেষ করে বরুণ চক্রবর্তীকে দীর্ঘক্ষণ ক্যাচ প্র্যাকটিস করানো হল ৷ ম্যাচে সহজ ক্যাচ হাতছাড়া করা যেন তাঁর অভ্যাস হয়ে গিয়েছে ৷

শুধু বরুণ চক্রবর্তী নন, নাইটদের ফিল্ডিংয়ের মান এবার যথেষ্ট খারাপ ৷ সামনে পরপর পাঁচটি হোম ম্যাচ কেকেআরের ৷ রবিবার লখনউ সুপার জায়ান্টস ম্যাচ দিয়ে শুরু হবে পাঁচ ম্যাচের লম্বা সফর ৷ হোম ম্যাচের ফায়দা তুলে প্লে-অফ নিশ্চিত করতে চাইছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর গৌতম গম্ভীর ৷ তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে নারাজ নাইট ম্যানেজমেন্ট ৷ সেই লক্ষ্যে পৌঁছতে বৃহস্পতিবার কালীঘাটে পুজো দিয়ে প্রস্তুতি শুরু করলেন গৌতম গম্ভীর এবং তাঁর দল ৷

আরও পড়ুন:

  1. ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর কালীঘাট মন্দিরে পুজো নাইটদের
  2. পন্তের প্রত্যাবর্তন, বিশ্বকাপের নীল জার্সিতে ‘নিশ্চিত’ বিরাটও
  3. মুম্বইয়ের জয়েও অধিনায়ক হার্দিককে ব্যঙ্গ, ওয়াংখেড়েকে শান্ত করলেন কোহলি

ABOUT THE AUTHOR

...view details