কলকাতা, 31 অগস্ট: প্রতিটি ম্যাচ জেতার মানসিকতা দলের মধ্যে ছড়িয়ে দিতে চান হোসে মোলিনা ৷ মোহনবাগান সুপার জায়ান্ট কোচ প্রথম দিনের অনুশীলন করার 24 ঘণ্টা পরে সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি ৷ মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা মঙ্গলবার কোচ হোসে মোলিনা এবং দলের নয়া খেলোয়াড় জেমি ম্যাকলারেনকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ৷ সেখানে ম্যাকলারেনের হাতে 29 নম্বর সবুজ-মেরুন জার্সি তুলে দেওয়া হয় ৷
নতুন মরশুমে দলে একাধিক নতুন মুখ ৷ ফলে এই মরশুমে মোহনবাগানে ফুটবল দর্শন নিয়ে, সবুজ-মেরুন সমর্থকদের আগ্রহ তুঙ্গে ৷ কোচ মোলিনা জানিয়েছেন, “আমি কলকাতাতে আগেও কোচিং করিয়েছি ৷ সেটা ছিল এটিকে ৷ তবে, ফুটবল নিয়ে এই শহরের আবেগ আমার চেনা ৷ আমার কাছে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ ৷ প্রতিটি ম্যাচ আমি জিততে চাই ৷ সেটা ডুরাণ্ড, আইএসএল বা এশিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচ হোক না কেন ৷ আমার দর্শন প্রতিটি ম্যাচে জয় ৷ আর আমি আক্রমণাত্মক ফুটবল খেলতে চাই ৷”
এটিকে এবং মোহনবাগান দু’টি ভিন্ন প্রেক্ষাপট ৷ ফলে প্রত্যাশার চাপ আলাদা ৷ বিষয়টি মাথায় রেখেই মোলিনা জানিয়েছেন, চাপ নেওয়ার জন্য তিনি এবং তাঁর দল প্রস্তুত ৷ চলতি মরশুমে পেত্রাতোস, জেসন কামিন্সের মতো বিশ্বকাপারের পাশে সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে জেমি ম্যাকলারেনকে ৷ নতুন মরশুমে নতুন দল নিয়ে আশাবাদী সঞ্জীব গোয়েঙ্কাও ৷