পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জয়ের মানসিকতার বীজ বুনতে চান মোলিনা, ডার্বির জন্য মুখিয়ে ম্যাকলারেন - Jose Molina - JOSE MOLINA

Jose Molina's Aims for Mohun Bagan Super Giant: মোহনবাগান সুপার জায়ান্টে সব ম্যাচ জয়ের মানসিকতা ছড়িয়ে দেওয়া লক্ষ্য হোসে মোলিনার ৷ মঙ্গলবার দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এবং ফুটবলার জেমি ম্যাকলারেনকে পাশে নিয়ে এমনই বার্তা দিলেন সবুজ-মেরুন শিবিরের নয়া কোচ ৷

Jose Molina's Aims for Mohun Bagan Super Giant
হোসে মোলিনা, সঞ্জীব গোয়েঙ্কা এবং জেমি ম্যাকলারেন ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Sports Team

Published : Jul 31, 2024, 12:44 PM IST

কলকাতা, 31 অগস্ট: প্রতিটি ম্যাচ জেতার মানসিকতা দলের মধ্যে ছড়িয়ে দিতে চান হোসে মোলিনা ৷ মোহনবাগান সুপার জায়ান্ট কোচ প্রথম দিনের অনুশীলন করার 24 ঘণ্টা পরে সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি ৷ মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা মঙ্গলবার কোচ হোসে মোলিনা এবং দলের নয়া খেলোয়াড় জেমি ম্যাকলারেনকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ৷ সেখানে ম্যাকলারেনের হাতে 29 নম্বর সবুজ-মেরুন জার্সি তুলে দেওয়া হয় ৷

নতুন মরশুমে দলে একাধিক নতুন মুখ ৷ ফলে এই মরশুমে মোহনবাগানে ফুটবল দর্শন নিয়ে, সবুজ-মেরুন সমর্থকদের আগ্রহ তুঙ্গে ৷ কোচ মোলিনা জানিয়েছেন, “আমি কলকাতাতে আগেও কোচিং করিয়েছি ৷ সেটা ছিল এটিকে ৷ তবে, ফুটবল নিয়ে এই শহরের আবেগ আমার চেনা ৷ আমার কাছে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ ৷ প্রতিটি ম্যাচ আমি জিততে চাই ৷ সেটা ডুরাণ্ড, আইএসএল বা এশিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচ হোক না কেন ৷ আমার দর্শন প্রতিটি ম্যাচে জয় ৷ আর আমি আক্রমণাত্মক ফুটবল খেলতে চাই ৷”

এটিকে এবং মোহনবাগান দু’টি ভিন্ন প্রেক্ষাপট ৷ ফলে প্রত্যাশার চাপ আলাদা ৷ বিষয়টি মাথায় রেখেই মোলিনা জানিয়েছেন, চাপ নেওয়ার জন্য তিনি এবং তাঁর দল প্রস্তুত ৷ চলতি মরশুমে পেত্রাতোস, জেসন কামিন্সের মতো বিশ্বকাপারের পাশে সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে জেমি ম্যাকলারেনকে ৷ নতুন মরশুমে নতুন দল নিয়ে আশাবাদী সঞ্জীব গোয়েঙ্কাও ৷

তিনি জানালেন, “আমাদের কাছে প্রতিটি টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ৷ তা ডুরান্ড, আইএসএল বা এশিয়ান চ্যাম্পিয়নশিপ যাই হোক ৷ আমরা চারটে আইএসএল ট্রফি জিতেছি ৷ তা বলে এই নয়, আমরা পঞ্চমবার আইএসএল জিততে চাই না ৷ বরং আমরা আরও বেশি ক্ষুধার্ত হয়ে ঝাঁপাব ৷”

নতুন দেশ, নতুন দল, নতুন জার্সিতে নিজেকে প্রমাণ করতে মরিয়া জেমি ম্যাকলারেন ৷ অস্ট্রেলিয়ার বিশ্বকাপার তাদের দেশের এক নম্বর লিগের সর্বকালের সেরা গোলদাতা ৷ কোচের আক্রমণাত্মক ফুটবলের সুর অজি বিশ্বকাপারের গলায় ৷ পেত্রাতোস এবং কামিন্সের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে ৷ পুরনো সম্পর্কে জোর দিয়েই গোলের ফসল লুঠের ইঙ্গিত তাঁর কথায় ৷ ভারতীয় ক্লাব ফুটবলে পা দেওয়ার আগে, তা নিয়ে যথেষ্ট গবেষণা করেছেন ৷

কোচের মতো তিনিও বলছেন, “প্রতিটি ম্যাচে জয় তুলে নেওয়াই লক্ষ্য ৷ আমি ডার্বির ছবি দেখেছি ৷ ষাট হাজারের বেশি দর্শক হয়েছিল ৷ আমি বিভিন্ন দেশে ডার্বি খেলেছি ৷ তা নিয়ে উন্মাদনা জানি ৷ এখানকার ফুটবল প্রেমীদের উন্মাদনা দেখেছি ৷ প্রত্যাশার চাপ সামলাতে তৈরি ৷ আমি ডার্বিতে নামার জন্য মুখিয়ে রয়েছি ৷ পেত্রাতোস, কামিন্সের সঙ্গে খেলেছি ৷ আশাকরি বোঝাপড়া গড়ে উঠতে সময় লাগবে না ৷ তাছাড়া আমি একটি দলে এসেছি ৷ এখানে ব্যক্তিগত প্রচেষ্টার চেয়ে দলগত চেষ্টা জরুরি ৷ সেটা হলে সাফল্য আসতে সময় লাগবে না ৷”

ABOUT THE AUTHOR

...view details