বিশাখাপত্তনম, 2 ফেব্রুয়ারি: ভারতের 75 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অভিনব পরিসংখ্যান উঠে এল ৷ যেখানে ঘরের মাঠে প্রতিপক্ষ দলের একজন ব্যাটারের মোট রান ভারতের একাদশের থেকেও বেশি ৷ শুধু একাদশ নয়, ভারতের 17 জনের টেস্ট স্কোয়াডের থেকে বেশি রান ৷ এমনটাই হয়েছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ৷ যেখানে ইংল্যান্ডের ব্যাটার জো রুটের টেস্টে 11 হাজার 447 রান ৷ সেখানে ভারতের প্রথম একাদশে খেলা ক্রিকেটারদের মিলিয়ে মোট 10 হাজার 336 রান ৷
তবে, এই পরিসংখ্যানের জন্য একটি অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে, বিরাট কোহলির না থাকা ৷ বিরাট এই সিরিজের প্রথম দু’টি ম্যাচে খেলছেন না ৷ রাজকোটে তৃতীয় টেস্ট থেকে তিনি ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন ৷ অন্যদিকে, কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা চোটের কারণে বিশাখাপত্তনম টেস্টে নেই ৷ অন্যদিকে, ভারতের স্কোয়াডে এই মুহূর্তে চারজন ক্রিকেটার রয়েছেন, যাঁরা এখনও টেস্ট অভিষেক করেননি ৷ আর রজত পাতিদার আজ টেস্ট অভিষেক করলেন ৷
উল্লেখ্য, 17 জনের ভারতীয় স্কোয়াডের মিলিত রান 10 হাজার 702 ৷ তবে, তৃতীয় টেস্টে এই পরিসংখ্যান ফের বদলে যাবে ৷ সেখানে বিরাট কোহলি তো ফিরছেনই ৷ ম্যাচ ফিট হলে কেএল রাহুলও প্রথম একাদশে ফিরবেন ৷ টেস্টে বিরাট 8 হাজার 848 রান করেছেন ৷ অন্যদিকে, কেএল রাহুলের টেস্টে 2 হাজার 963 রান রয়েছে ৷ তবে, ঘরের মাঠে প্রতিপক্ষের একজন ক্রিকেটারের থেকে পুরো ভারতীয় দলের মোট রান কম থাকার ঘটনা মোট চারবার ঘটেছে এর আগে ৷ 1933-1948 সালের মধ্যে ভারতের ঘরের মাঠে খেলা প্রথম চারটি টেস্টে পুরো দলের থেকে একজন প্রতিপক্ষ ক্রিকেটারের রান অনেক বেশি ছিল ৷
দ্বিতীয় টেস্টে ভারত টস জিতে ব্যাটিং করছে ৷ যেখানে ইংল্যান্ডের পাক বংশোদ্ভুত অফস্পিনার শোয়েব বশিরের শিকার হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা (41 বলে 14 রান) ৷ তবে, বিশাখাপত্তনমের প্রথমদিনের তুলনামূলক ব্যাটিং সহায়ক পিচে, অনেকটাই স্লথ ইনিংস খেলছেন ভারতীয় ব্যাটাররা ৷
আরও পড়ুন:
- রজতের অভিষেক, বিশাখাপত্তনমে টস জিতে ব্যাটিং করছে রোহিতের ভারত
- থ্রি লায়ন্সের বিরুদ্ধে সমতা ফেরানোর লক্ষ্যে মরিয়া রোহিত ব্রিগেড
- বৃষ্টি কাঁটা সরিয়ে ঘরের মাঠে মুম্বই চ্যালেঞ্জ নিতে তৈরি মনোজরা