নিউইয়র্ক, 9 সেপ্টেম্বর:যুক্তরাষ্ট্র ওপেনের পুরুষ সিঙ্গলসে যুক্তরাষ্ট্রেরই খরা চলছে দু'দশকেরও বেশি সময় ধরে ৷ 2003 অ্যান্ডি রডিকের পর খেতাব জিততে পারেননি কেউ ৷ স্বাভাবিকভাবেই প্রত্যাশা তীব্র হয়েছিল টেলর ফ্রিৎজকে ঘিরে ৷ কিন্তু রবিবাসরীয় আর্থার অ্যাশ স্টেডিয়ামে সেই প্রত্যাশায় জল ঢাললেন জ্যানিক সিনার ৷ একপেশে ফাইনালে যুক্তরাষ্ট্রের ফ্রিৎজকে হারিয়ে প্রথম ইতালিয়ান হিসেবে ইউএস ওপেন ঘরে তুললেন বছর তেইশের তুর্কি ৷
ডোপিং বিতর্ক পেরিয়ে যুক্তরাষ্ট্র ওপেন জিতে আলোয় সিনার - US OPEN 2024 - US OPEN 2024
JANNICK SINNER WINS US OPEN: নিষিদ্ধ ওষুধ ব্যবহারের দায়ে নির্বাসিত হয়েছিলেন চলতি বছরের শুরুতে ৷ আবেদনের ভিত্তিতে নির্বাসন সহজে প্রত্যাহার হওয়ায় হয়েছিল নিন্দাও ৷ সেইসব বিতর্কের আঁধার পেরিয়ে যুক্তরাষ্ট্র ওপেন জিতে আলোয় জ্য়ানিক সিনার ৷
Published : Sep 9, 2024, 4:10 PM IST
চলতি বছরেই অস্ট্রেলিয়ান ওপেন জেতা সিনারের পক্ষে ফাইনালের ফলাফল 6-3, 6-4, 7-5 ৷ অর্থাৎ, মেগা ম্যাচে হোম ক্রাউডের সুবিধা নিয়ে ফ্রিৎজ যে কিছুই করতে পারেননি, সেটা স্পষ্ট ৷ চলতি টুর্নামেন্টে যে ছন্দে নিজেকে মেলে ধরেছেন পয়লা নম্বর সিনার, তাতে ফ্রিৎজ যে খুব বেশি সুবিধা করতে পারবেন না সেটা আঁচ করেছিলেন অনুরাগীরা ৷ বাস্তবে হলও তাই ৷ বেসলাইন গেমে প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করলেন ইতালিয়ান ৷ প্রথম এবং দ্বিতীয় গেমে সেই অর্থে লড়াই ছুড়ে দিতে ব্যর্থ হন সিনার ৷
6-3 এবং 6-4 ব্য়বধানে প্রথম দু'টি সেট জিতে বছরের দ্বিতীয় গ্র্য়ান্ড স্ল্য়াম জয়ের পথে পা বাড়িয়েই রেখেছিলেন সিনার ৷ তৃতীয় সেটে ফ্রিৎজের লড়াই সামলে ম্য়াচ এবং সেইসঙ্গে যুক্তরাষ্ট্র ওপেন নিজের নামে করে নেন বছরের শুরুতে ডোপিংয়ের দায়ে নির্বাসিত টেনিস প্লেয়ার ৷ নিষিদ্ধ ওযুধ সেবনের দায়ে মার্চে মাস্টার্স 1000 টুর্নামেন্টের মাঝে ডোপ টেস্টে ধরা পড়েছিলেন তিনি ৷ চার বছর সাসপেন্ড হওয়ার আশঙ্কা থাকলেও সিনারের আবেদনে সেই সাসপেনশন দ্রুত প্রত্যাহার হয়ে যায় ৷ তিনি জানিয়েছিলেন, আঙুল কেটে যাওয়ায় ফিটনেস ট্রেনার ভুল করে সেই ওযুধ তাঁকে দিয়েছেন ৷ যদিও সিনারের সাসপেনশন প্রত্য়াহার হওয়ায় সমালোচনা ঝড় বয়ে যায় টেনিসমহলে ৷