পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মানসিক অবসাদ, ক্রিকেট থেকে বিরতিতে বাংলাদেশ ক্রিকেটার - JAHANARA ALAM

ক্রিকেট খেলার মানসিক স্থিতি নেই ৷ বোর্ডকে জানিয়ে কয়েকমাসের বিরতিতে বাংলাদেশ ক্রিকেটার ৷

JAHANARA ALAM
ক্রিকেট থেকে বিরতি জাহানারার (GETTY)

By ETV Bharat Sports Team

Published : Jan 6, 2025, 9:24 PM IST

ঢাকা, 6 জানুয়ারি: মানসিক অবসাদ বর্তমানে বিশ্বজনীন উদ্বেগের কারণ ৷ যা গ্রাস করেছে ক্রিকেট-সহ অন্যান্য খেলাধুলোকেও ৷ গ্লেন ম্য়াক্সওয়েল, বেন স্টোকসের মত তারকারা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে সাময়িক বিরতি নিয়েছেন বাইশ গজ থেকে ৷ অতীতে মার্কাস ট্রেসকোথিক কিংবা অ্যান্ড্রু ফ্লিনটফের মতো তারকারাও অবসরে যাওয়ার কারণ হিসেবে মানসিক হতাশাকে দায়ী করেছিলেন ৷ একইভাবে মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিলেন বাংলাদেশ ক্রিকেটার জাহানারা আলম ৷

বাংলাদেশ মহিলা দলের তারকা ফাস্ট বোলার জাহানার মাসদু'য়েকের জন্য বাইশ গজ থেকে বিরতি নিয়েছেন ৷ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে সেদেশের ক্রিকেট বোর্ড ৷ আর বিরতি নেওয়ার কারণ মানসিক হতাশা ৷ বাংলাদেশে বোর্ডকে লেখা চিঠিতে বিরতি নেওয়ার কারণ উল্লেখও করেছেন বাংলাদেশ পেসার ৷ একবছর পর গতবছর জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্য়াবর্তন করেন জাহানারা ৷ পরবর্তীতে টি-20 বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন তিনি ৷

ঘরের মাঠে সম্প্রতি আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও কুড়ি-বিশের ম্য়াচ খেলেছেন তিনি ৷ তবে ওডিআই স্কোয়াডেও থাকলেও তাঁকে খেলানো হয়নি ৷ বাংলাদেশের হয়ে এযাবৎ 52টি ওডিআই ও 83টি টি20 ম্য়াচ খেলেছেন জাহানারা ৷ বাংলাদেশ মহিলা ক্রিকেটের দায়িত্বে থাকা হাবিবুল বাশার ডেইলি সান'কে রবিবার বলেন, "আমাদের লেখা একটি চিঠিতে জাহানারা জানিয়েছে সে খেলার মত মানসিক স্থিতিতে নেই এবং ক্রিকেট থেকে দু'মাসের বিরতি নিতে চায় ৷ এমনকী সে এও জানিয়েছে প্রয়োজন হলে তাঁকে চুক্তি থেকে বাদ দেওয়া হতে পারে ৷ কিছু সময়ের জন্য সে সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছে ৷"

অর্থাৎ, 19 জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে চলা বাংলাদেশের ঐতিহাসিক সফরের অংশ হবেন না ফাস্ট বোলার জাহানারা ৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্মানের সঙ্গেই তাঁর আবেদন গ্রহণ করেছে ৷ হাবিবুল বাশার বলেন, "কোনও নির্দিষ্ট সময় সে আমাদের জানায়নি ৷ যখন ফের মাঠে ফেরার ইচ্ছে হবে জাহানারা আমাদের জানাবে ৷" উল্লেখ্য, বাংলাদেশের জার্সিতে 103টি উইকেটের মালকিন জাহানারা ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details