নয়াদিল্লি, 8 অক্টোবর:পদক নিশ্চিত করেও অযোগ্য ঘোষিত হওয়ার পর প্যারিসে ভিনেশ ফোগতের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষা ৷ কিন্তু আইওএ প্রধানের সেই সাক্ষাত ছিল কেবল লোক দেখানো ৷ আসলে কোনও সাহায্য সেইসময় পিটি ঊষা তাঁকে করেননি বলে রাজনীতিতে নাম লেখানোর পর জানিয়েছিলেন ভিনেশ ৷ মঙ্গলবার হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রাক্তন কুস্তিগীর জিততেই তার পাল্টা দিলেন আইওএ সভাপতি ৷
হরিয়ানা বিধানসভা নির্বাচনে মঙ্গলবার জুলানা কেন্দ্র থেকে 6,015 ভোটে জিতেছেন অলিম্পিয়ান ভিনেশ ফোগত ৷ প্রাক্তন পালোয়ান হারিয়েছেন বিজেপির যোগেশ বৈরাগীকে ৷ ভিনেশের এই জয়ের পর পায়োলি এক্সপ্রেস সংবাদ সংস্থা আইএএনএস'কে জানান, প্যারিসে ভিনেশের ওই অবস্থার জন্য দায়ী তাঁর দল, কোনওভাবেই আইওএ নয় ৷
পিটি ঊষা বলেন, "ভিনেশ একজন ক্রীড়াব্যক্তিত্ব ৷ তাঁর সেই গুণগুলো নিয়ে এগোনো উচিত ৷ আমি বলছি না যে রাজনীতিবিদরা খারাপ, কিন্তু প্য়ারিস অলিম্পিক্সে সে পৌঁছেছিল খেলার জন্যই এবং আমরা সকলেই তাঁর থেকে পদকের আশা করেছিলাম ৷ তাঁর সঙ্গে সাক্ষাতের পর আমি প্রতিবাদ জানাতে গিয়েছিলাম বিশ্ব কুস্তি সংস্থার সভাপতির কাছে ৷ তারা বলেছিল,'নিয়ম নিয়মই হয় ৷' তারপর সবকিছু হাতের বাইরে চলে গিয়েছিল ৷"
এখানেই শেষ নয় ৷ আইওএ সভাপতি আরও বলেন, "আমরা ভিনেশের অনুরোধ মেনে সকলকে তাঁর কাছে পাঠিয়েছিলাম ৷ আমাদের কাছে 100 গ্রামের ফারাকটা নতুন হলেও ওর (ভিনেশ) কাছে এটা নতুন নয় ৷ আগেও এমনটা হয়েছে ৷ তাই ওই পরিস্থিতি কীভাবে সামলাতে হয়, সেটা ওদের জানা আছে ৷ ভিনেশের দল এবং দলের সকল সদস্যরা সবকিছু জানে, তারপরেও এটা হয়েছে ৷ তাই দোষটা আমাদের নয়, সম্পূর্ণ দোষটা ভিনেশ ও তাঁর দলের ৷"
উল্লেখ্য, প্য়ারিস অলিম্পিক্সে মহিলাদের 50 কেজি ক্যাটেগরিতে ফাইনালে পৌঁছেও পদক হাতছড়া হয় ভিনেশ ফোগতের ৷ গোল্ড মেডেল ম্য়াচের সকালে 100 গ্রাম ওজন বেশি থাকায় হরিয়ানা কুস্তিগীরকে 'অযোগ্য' ঘোষণা করা হয় ৷ এরপর কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে আবেদন জানিয়েও লাভ হয়নি ৷ পরবর্তীতে হতাশায় কুস্তি থেকে অবসর নিয়ে রাজনীতির ময়দানে নামেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী কুস্তিগীর ৷