বাহামাস, 6 মে: বাহামাসের নাসাউয়ে ওয়ার্ল্ড অ্যাথলেটিকসে দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় স্থানে শেষ করল ভারতের পুরুষ ও মহিলা 4x400 মিটার রিলে দল ৷ এর ফলে আগামী জুলাই মাস থেকে শুরু হতে চলা প্যারিস অলিম্পিকসে যোগ্যতা অর্জন করলেন তারা ৷
মহিলা 4x400 মিটার রিলে দলে ছিলেন রূপাল চৌধুরি, এম আর পুভাম্মা, জ্যোতিকা শ্রী ডান্ডি এবং শুভা ভেঙ্কটেশন ৷ ভারতের মহিলা রিলে রেসাররা 3 মিনিট ও 29.35 সেকেন্ডে দৌড় শেষ করেন ৷ জামাইকান দল 3 মিনিট 28.54 সেকেন্ডে দৌড় শেষ করে প্রথম হয়েছে ৷ দ্বিতীয় রাউন্ডের হিটে দু’নম্বরে শেষ করার সুবাদে প্যারিসের টিকিট নিশ্চিত করে ফেললেন রূপাল, পুভাম্মা, জ্যোতিকা এবং শুভারা ৷
এর কিছুক্ষণ পরেই ভারতের ছেলেদের দল 4x400 মিটার রিলে রেসে নামে ৷ মহম্মদ আনাস ইয়াহিয়া, মহম্মদ আজমল, আরোকিয়া রাজীব এবং আমোজ জ্যাকব 3 মিনিট 3.23 সেকেন্ডে দৌড় শেষ করে হিটে দ্বিতীয় স্থান লাভ করে ৷ 2 মিনিট 59.95 সেকেন্ডে হিট শেষ করে প্রথম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷
দ্বিতীয় রাউন্ডে তিনটি হিটের প্রতিটির শীর্ষে থাকা দুই দল অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে ৷ উল্লেখ্য, রবিবার 4x400 মিটার রিলে রেসে ভারতীয় মহিলা দল প্রথম রাউন্ডে পাঁচ নম্বরে শেষ করেছিল ৷ সেখানে 3 মিনিট 29.74 সেকেন্ড রিলে রেস শেষ করেছিল ৷ পুরুষদের 4x400 মিটার রিলে রেসে দ্বিতীয় লেগ রানার রাজেশ রমেশ ক্র্যাম্পের কারণে মাঝপথে নিজের নাম তুলে নেন ৷ ফলে পুরুষ দল প্রথম রাউন্ডের বাছাইপর্ব শেষ করতে পারেনি ৷ তবে, দ্বিতীয় রাউন্ডে মহম্মদ আনাস ইয়াহিয়া, মহম্মদ আজমল, আরোকিয়া রাজীব এবং আমোজ জ্যাকব ভারতের প্যারিস অলিম্পিকসের টিকিট নিশ্চিত করেন ৷
আরও পড়ুন:
- টি-20 বিশ্বকাপে সন্ত্রাসবাদী হামলার হুমকি, জানালেন ত্রিনিদাদের প্রধানমন্ত্রী
- জয়ের হ্যাটট্রিকে শীর্ষে নাইটরা, প্লে-অফের দোরগোড়ায় কলকাতা
- একটি গোলের পাশাপাশি পাঁচ অ্যাসিস্ট, ইন্টারি মিয়ামির হয়ে নয়া রেকর্ড মেসির