পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টস হারল ভারত, এশিয়া কাপের সেমি’তে বল করছেন হরমনপ্রীতরা - Asia Cup 2024 - ASIA CUP 2024

India W vs Bangladesh W in Asia Cup: এশিয়া কাপের সেমি-ফাইনালে টস হারল ভারতের মেয়েরা ৷ রানগিরি ডাম্বুল্লা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ ৷

India W vs Bangladesh W
দুরন্ত ফর্মে রয়েছে ‘উইমেন ইন ব্লু’ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 26, 2024, 2:05 PM IST

Updated : Jul 26, 2024, 2:43 PM IST

ডাম্বুল্লা, 26 জুলাই: জয়ের হ্যাটট্রিক করে এশিয়া কাপের শেষ চারে উঠেছে ভারতের মেয়েরা ৷ সেমি-ফাইনালে টসভাগ্য সঙ্গ দিল না হরমনপ্রীত কৌরের ৷ রানগিরি ডাম্বুল্লা ক্রিকেট স্টেডিয়াম টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা ৷ নেপালের বিরুদ্ধে ছিলেন না হরমনপ্রীত কৌর ৷ দলকে নেতৃত্ব দেন স্মৃতি মন্ধানা ৷ শেষ চারে দলে ফিরেছেন অধিনায়ক ৷

এখনও পর্যন্ত মহিলাদের আটটি এশিয়া কাপ হয়েছে ৷ সাতবার জিতেছে ভারত ৷ একবার জিতেছে বাংলাদেশ ৷ 2018 এশিয়া কাপের ফাইনালে ভারতকেই হারিয়েছিল পদ্মাপাড়ের মেয়েরা ৷ কুয়ালালামপুরের ওই ফাইনাল হারের যন্ত্রণা দ্বীপরাষ্ট্রে ভুলতে বদ্ধপরিকর ভারত ৷ টুর্নামেন্ট জুড়ে দুরন্ত ফর্মে রয়েছে ‘উইমেন ইন ব্লু’ ৷

জয়ের হ্যাটট্রিক করে শেষ চারে পৌঁছেছে ‘হরমনপ্রীত অ্যান্ড কোং’ । গ্রুপ পর্বে প্রথম দু’টি ম্যাচ জিতে শেষ চারের রাস্তা প্রায় পাকা হয়ে গিয়েছিল ৷ আপাত সহজ ম্যাচে সামনে ছিল নেপাল । ইন্দু বর্মাদের অনায়াসে উড়িয়ে দিয়ে সেমি নিশ্চিৎ করেছিলেন মেয়েরা । 82 রানে নেপালকে হারিয়েছিল ‘ওম্যান ইন ব্লু’ । ফলে বাংলাদেশের বিরুদ্ধে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ভারতীয় দল ৷

  • ভারতের একাদশ: শেফালি বর্মা, স্মৃতি মন্ধনা, উমা ছেত্রী, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, রাধা যাদব, তনুজা কানওয়ার, রেনুকা সিং
  • বাংলাদেশের একাদশ: দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটরক্ষক), রুমানা আহমেদ, ইসমা তানজিম, ঋতু মনি, রাবেয়া খাতুন, বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, মারুফা আক্তার
Last Updated : Jul 26, 2024, 2:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details