পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

গো-হারা আয়ারল্যান্ড, সহজ জয়ে বিশ্বকাপে যাত্রা শুরু ভারতের - ICC T20 WORLD CUP 2024 - ICC T20 WORLD CUP 2024

IND vs IRE in T20 WC: বোলারদের দাপটে বিশ্বকাপের ওপেনিং ম্যাচে সহজ জয় ভারতের ৷ 96 রানে আয়ারল্যান্ডকে গুটিয়ে দিয়ে 12.2 ওভারেই প্রয়োজনীয় রান তুলে নিল ভারতী ৷ জয়ের নায়ক অবশ্যই বোলাররা ৷ পাশাপাশি অর্ধশতরান এল অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে ৷

IND vs IRE in T20 WC
বিশ্বকাপে দারুণ শুরু ভারতের (বিসিসিআই-এক্স হ্যান্ডল)

By ETV Bharat Bangla Team

Published : Jun 5, 2024, 9:27 PM IST

Updated : Jun 5, 2024, 11:03 PM IST

নিউইয়র্ক, 5 জুন: যেন স্বপ্নের শুরু! অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে এমন দাপুটে পারফরম্যান্স হয়তো স্বপ্নেও ভাবেননি ভারতের অতি বড় সমর্থক ৷ কিন্তু বোলারদের দাপটে বিশ্বকাপের ওপেনিং ম্যাচে 8 উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া, তাও আবার 46 বল বাকি থাকতে ৷ বুধবার নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে দুরন্ত হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরার দাপটে মাত্র 96 রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড ৷ হার্দিক পান্ডিয়া নেন তিন উইকেট, আর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরা নেন 2টি করে উইকেট ৷ জবাবে 12.2 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত ৷

অধিনায়ক রোহিত শর্মা অর্ধশতরান পূর্ণ করে (অপরাজিত 52) আহত হয়ে মাঠ ছাড়েন ৷ কোহলি ফেরেন 1 রানে, সূর্যকুমার আউট হন 2 রান করে ৷ তবে 36 রানে (26 বল) অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন পন্ত ৷ দিনকয়েক আগে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে এই মাঠেই 60 রানে জয় এসেছিল ভারতীয় দলের ৷ সেই জয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এদিন শুরু থেকেই আইরিশ শিবিরে আঘাত হানতে থাকেন ভারতীয় বোলাররা ৷ তার আগে টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা ৷

9 রানের মধ্যে দুই ওপেনার অ্যান্ডি বালবির্নি এবং অধিনায়ক পল স্টার্লিংকে ফিরিয়ে দেন আর্শদীপ ৷ এরপর পার্টিতে যোগদান করেন হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরা ৷ ভারতীয় বোলারদের দাপটে 50 রানে 8 উইকেট হারানো আয়ারল্যান্ড একশোর দোরগোড়ায় পৌঁছনোও অসম্ভব মনে হয়েছিল ৷ তবে গ্যারেথ ডেলানির 14 বলে 26 রান তাঁদের 96 রানে পৌঁছে দেয় ৷ সর্বোচ্চ রান তাঁরই ৷ ডেলানি রান-আউট হতেই 16 ওভারে গুটিয়ে যায় আয়ারল্যান্ড ৷ অক্ষর প্যাটেল একটি উইকেট নিলেও আরেক স্পিনার রবীন্দ্র জাদেজাকে এদিন প্রয়োজনই হয়নি রোহিত শর্মার ৷

সবমিলিয়ে সিমারদের দাপটে টি-20 বিশ্বকাপে দারুণ শুরু টিম ইন্ডিয়ার ৷ 6 রানে 2 উইকেট নিয়ে ম্যাচের সেরা বুমরা ৷ আগামী 9 জুন পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ওপেনারে সহজ জয় ভারতীয় দলকে যে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে, সে কথা বলার অপেক্ষা রাখে না ৷

Last Updated : Jun 5, 2024, 11:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details