পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মেডেনে আত্মপ্রকাশ, আন্তর্জাতিক অভিষেকেও মুগ্ধ করলেন ময়াঙ্ক - INDIA VS BANGLADESH T20I

IND vs BAN 1ST T20I: গোয়ালিয়রে আন্তর্জাতিক অভিষেক ময়াঙ্ক যাদবের ৷ মেডেনে আত্মপ্রকাশ হল ভবিষ্যতের তারকার ৷ প্রথম ম্যাচে বাংলাদেশই বা কত করল?

MAYANK YADAV DEBUTED
অভিষেকে মুগ্ধ করলেন ময়াঙ্ক (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Oct 6, 2024, 8:48 PM IST

গোয়ালিয়র, 6 অক্টোবর: চোটে ছিটকে যাওয়ার আগে চলতি বছর আইপিএলে খেলেছিলেন মাত্র চার ম্য়াচ ৷ কিন্তু তার মধ্যেই ময়াঙ্ক যাদব আদায় করে নিয়েছিলেন সমীহ ৷ 7 উইকেট নেওয়া দিল্লিজাত পেসারকে ভবিষ্যতের তারকা বলতে শুরু করেছিলেন নেটিজেনরা ৷ অনুরাগীরা সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছিলেন ময়াঙ্কের গতিতে ৷ ঘণ্টায় 156.7 কিমি গতিবেগে আইপিএলে বল করা বোলিং সেনসেশনের আন্তর্জাতিক অভিষেক হয়ে গেল রবিবার গোয়ালিয়রে ৷ প্রত্য়াশায় সিলমোহর দিয়ে আন্তর্জাতিক অভিষেকেও অনন্য কীর্তি গড়ে ফেললেন তরুণ তুর্কী ৷

আইপিএলে প্রতিভার স্বাক্ষর রাখা দুরন্ত গতির বোলার ময়াঙ্ক বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজেই প্রথম ডাক পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৷ আর তিন ম্য়াচের সিরিজের প্রথমটিতে গোয়লিয়রে মেডেন ক্যাপও পেয়ে গেলেন ৷ সেইসঙ্গে অভিষেকেই লখনউ সুপার জায়ান্টের ক্রিকেটার বোঝালেন লম্বা সময়ের জন্য ভারতীয় ক্রিকেটে থাকতে এসেছেন তিনি ৷ প্রথম টি-20 ম্য়াচে এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে ডাকেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ পাওয়ার-প্লে'র শেষ ওভারে ময়াঙ্কের হাতে প্রথম বল তুলে দেন 'স্কাই' ৷

আর বল হাতে পেয়েই ম্য়াজিক শুরু এলএসজি বোলারের ৷ প্রথম ওভারেই সর্বাধিক 147.3 কিমি ঘণ্টায় বল করেন তিনি ৷ গতির সঙ্গেই নিশানাতেও অব্যর্থ থেকে বাংলাদেশ ব্যাটার তৌহিদ হৃদয়কে দাঁড় করিয়ে মেডেন নেন ময়াঙ্ক ৷ এখানেই শেষ নয় ৷ পরের ওভারের দ্বিতীয় বলেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেটটিও নিজের নামে করে নেন ভবিষ্যতের তারকা ৷ ময়াঙ্কের প্রথম আন্তর্জাতিক শিকার বাংলাদেশের অভিজ্ঞ ব্য়াটার মাহমুদুল্লাহ রিয়াদ ৷ চার ওভারে 21 রান দিয়ে একটি উইকেট নিয়ে বল হাতে প্রথম আন্তর্জাতিক অ্য়াসাইনমেন্ট শেষ করেন বাইশের তরুণ ৷

ময়াঙ্কের সঙ্গে এদিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল অলরাউন্ডার নীতিশ রেড্ডির ৷ 2 ওভারে 17 রান দিলেন তিনি ৷ তবে আন্তর্জাতিক প্রত্য়াবর্তনে উজ্জ্বল বরুণ চক্রবর্তী ৷ চার ওভারে 31 রান দিয়ে তিন উইকেট নিলেন নাইটদের মিস্ট্রি স্পিনার ৷ 3 টি উইকেট আর্শদীপ সিংয়েরও ৷ টপ-অর্ডার ব্য়র্থ হলেও শেষদিকে মেহিদি হাসান মিরাজের ব্য়াটে 127 রান তুলে অলআউট হয় বাংলাদেশ ৷ 35 রানে অপরাজিত থাকেন মিরাজ ৷ বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (27) ৷

অভিষেক ম্য়াচে মেডেন নেওয়া ভারতীয় বোলার:

ABOUT THE AUTHOR

...view details