সিডনি, 3 জানুয়ারি: রোহিত শর্মা নেই ৷ দেশের প্রথম অধিনায়ক হিসেবে নজির গড়েছেন ৷ সিডনি’তে সিরিজের নির্ণায়ক ও শেষ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন হিটম্যান ৷ রোহিতের সঙ্গেই গোটা সিরিজে ফর্ম খুঁজে বেড়িয়েছেন বিরাট কোহলিও ৷ অধিনায়কের অভাব ঢাকতে ‘রান মেশিনের’ উপর নির্ভর করেছিল ভারত ৷ কিন্তু ভরসা দিতে ব্যর্থ বিরাটের ব্যাট ৷ মধ্যাহ্নভোজের বিরতির পরেই বোল্যান্ডের শিকার কোহলি ৷
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক জসপ্রীত বুমরা ৷ পারথের অপটাস স্টেডিয়ামে প্রথম টেস্টেও টস জিতে ব্যাটিং নিয়েছিলেন জসপ্রীত ৷ 295 রানে ওই টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া ৷ সিরিজ বাঁচানোর ম্যাচে সেই টেস্টের পুনরাবৃত্তি চাইলেও শুরুতেই ধাক্কা খেয়েছে ভারত ৷ লাঞ্চে যাওয়ার আগে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 57 ৷ ব্যাট করতে নেমে 8 ওভারের আগেই ড্রেসিংরুমের রাস্তা ধরেছিলেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (26 বলে 10) ও কেএল রাহুল (14 বলে 4) ৷ মধ্যাহ্নভোজের আগেই প্যাভিলিয়নের রাস্তা ধরেনশুভমন গিলও ৷
রোহিতের জায়গায় দলে জায়গা পেয়েছিলেন পঞ্জাব-তনয় ৷ প্র্যাকটিস দলে ঢোকার কথা জানিয়ে তাঁর পিঠ চাপড়ে দিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর ৷ 64 বল খেলে ক্রিজে সেটও হয়ে গিয়েছিলেন দলের উদীয়মাণ তারকা ৷ সেখান থেকে নাথান লায়নের যে বলে খোঁচা মেরে স্টিভ স্মিথের হাতে ধরা পড়লেন, এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে এহেন অবিবেচকের মতো কাজ ‘অপরাধ’ ৷ ব্যক্তিগত 20 রানেই প্রথম ইনিংসে শেষ হয়েছে গিলের সফর ৷
নড়বড় করছেন বিরাট কোহলিও ৷ গোটা সিরিজ জুড়ে বাইরের বল খেলে উইকেট ছুঁড়ে দিয়েছেন কোহলি ৷ সিডনিতে তা নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করলেও ‘মডার্ন ডে ক্রিকেট গ্রেট’ যে ফর্ম হাতড়াচ্ছেন, তা বিরাটের শরীরি ভাষাতেই স্পষ্ট ৷ স্টিভ স্মিথের হাতে জমা পড়ে গিয়েছিলেন ৷ যদিও সেই বল মাটি ছোঁয়ায় বেঁচে গিয়েছেন ৷ 48 বলে 12 রান করা কোহলি আরও দু’বার আউট হওয়ায় পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিলেন ৷ যদিও ভাগ্য সঙ্গ দেওয়ায় বাইশ গজ ছাড়তে হয়নি ৷ কিন্তু 'জীবন' পেয়েও বড় রান করতে ব্যর্থ বিরাট ৷ ব্যক্তিগত 17 রানে কোহলিকে প্যাভিলিয়নের পথ দেখান স্কট বোল্যান্ড ৷