পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'যাওয়ার আগে শক্তিশালী বেঞ্চ রেখে যেতে পেরেছি', ইটিভি ভারতকে জানালেন মামব্রে - PARAS MHAMBREY INTERVIEW - PARAS MHAMBREY INTERVIEW

PARAS MHAMBREY EXCLUSIVE INTERVIEW: টি-20 বিশ্বকাপ জয় সেরা নয়, তবে অন্যতম সেরা মুহূর্ত ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে ৷ ইটিভি ভারতের প্রতিনিধি নিখিল বাপাতকে দেওয়া সাক্ষাৎকারে আরও বিভিন্ন বিষয়ে নানা কথা জানালেন প্রাক্তন জাতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রে ৷

PARAS MHAMBREY
পরশ মামব্রে (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 5:14 PM IST

হায়দরাবাদ, 18 জুলাই: টি-20 বিশ্বকাপের সঙ্গে সঙ্গেই মেয়াদ ফুরিয়েছে রাহুল দ্রাবিড়-সহ পুরনো কোচিং প্যানেলের ৷ সেই প্যানেলে রয়েছেন পরশ মামব্রে ৷ বিদায় নেওয়ার আগে দেশকে বিশ্বকাপ জেতানোর তৃপ্তি তো রয়েইছে ৷ তবে দ্রাবিড়ের সহকারী ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচের তৃপ্তির আরও একটা জায়গা রয়েছে ৷ আর সেটা হল জাতীয় দলে বোলিং বিভাগের শক্তিশালী বেঞ্চ ৷ ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন বোলিং কোচ জানালেন, বেঞ্চ স্ট্রেংথ বাড়ানোর পরিকল্পনা ছিলই, আর সেই পরিকল্পনার কারণেই বর্তমানে লাভবান হচ্ছে জাতীয় দল ৷

মুম্বইয়ের প্রাক্তন ডানহাতি জোরে বোলার বলেন, "আপনারা যা দেখছেন সেটা বেঞ্চ স্ট্রেংথের ফল ৷ যখন জুনিয়র ক্রিকেটের দায়িত্বভার গ্রহণ করেছিলাম তখন থেকেই লক্ষ্য় ছিল স্পিনার এবং ফাস্ট বোলারদের মিশেলে শক্তিশালী বেঞ্চ তৈরি করা ৷" মামব্রে আরও বলেন, "গত কয়েক বছরে অনেক ক্রিকেটারকে দেশের জার্সি গায়ে চাপাতে দেখেছি ৷ আমাদের হাতে বহু প্রতিভা রয়েছে ৷ আবেশ (খান), খলিল আহমেদ, আর্শরা (আর্শদীপ সিং) উঠে এসেছে ৷ সঙ্গে শামি, ইশান্ত, উমেশ এবং বুমরাদের অভিজ্ঞতায় বেঞ্চ স্ট্রেংথ পোক্ত হয়েছে ৷"

ময়াঙ্ক যাদব, মহসিন খান, হর্ষিত রানাদের মতো প্রতিভারা সুযোগের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন দেশের জার্সিতে জোড়া টেস্ট, 3টি ওডিআই খেলা প্রাক্তন ক্রিকেটার ৷ মামব্রে বলেন, "প্রতিভাদের সুযোগ দিতে হবে ৷ বিভিন্ন প্রেক্ষাপটে, চাপের মুখে খেলিয়ে তবেই তাঁদের ভালো প্লেয়ারে পরিণত করতে হবে ৷ ক্রিকেটারদেরকে তাঁদের প্রতিভা বিকশিত করার সুযোগ দিতে হবে ৷ ম্যাচ জয় অবশ্যই বড় ব্যাপার কিন্তু সামঞ্জস্য রেখে বেঞ্চ স্ট্রেংথ বাড়ানোও একটা বড় ব্যাপার ৷"

বিশ্বকাপ জয় স্পেশাল:মামব্রের কথায়, 'মেন ইন ব্লু'র কোচ হিসেবে মেয়াদের শেষটা বিশেষ মুহূর্ত হয়ে থেকে যাবে ৷ ইটিভি ভারতকে প্রাক্তন বোলিং কোচ বলেন, "এটাকে (টি-20 বিশ্বকাপ জয়) সেরা মুহূর্ত বলব না, তবে অন্যতম সেরা ৷ কোচ হিসেবে জার্নিটা জয়ের থেকে অনেক বেশি কিছু ৷ বিশ্বকাপ জয় নিঃসন্দেহে বিশেষ একটা মুহূর্ত ৷ তবে কোচ হিসেবে আমি পুরো যাত্রাটাকে ফলপ্রসূ এবং তৃপ্তিদায়ক বলব ৷"

আর্শদীপের প্রশংসা:সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারী (17) আর্শদীপ সিংয়ের বাড়তি প্রশংসা শোনা গিয়েছে পরশ মামব্রের গলায় ৷ তিনি বলেন, "অনূর্ধ্ব 19-এর সময় থেকে ওর সঙ্গে রয়েছি আমি ৷ 2018 বিশ্বকাপ স্কোয়াডে ওর সঙ্গে আমার পরিচয়, যে দলটা বিশ্বকাপ জিতেছিল ৷ আমার সঙ্গে ওর মাঝেমধ্যেই কথা হত, এরপরই রাজ্যকে প্রতিনিধিত্ব করে ও ৷"

কেরিয়ারে 52টি টি-20 ম্যাচে 79টি উইকেট ৷ আর্শের সাফল্য নিয়ে বলতে গিয়ে মামব্রে বলেন, "ও ম্যাচের ভীষণ গুরুত্বপূর্ণ দু'টো সময়ে বল করতে আসে ৷ নতুন বলের পর আবার ডেথ ওভারে ফিরিয়ে আনা হয় ওকে ৷ চাপ মাথায় নিয়ে আটের আশেপাশে ইকোমনি রেটে বল করে যাওয়া দারুণ ব্যাপার ৷ সবমিলিয়ে দক্ষতা, কার্যকারণ, সক্ষমতা এবং স্বচ্ছতার মিশেল ও ৷ নেটে কিংবা ম্যাচে আর্শদীপ যখন বল করে দক্ষতা সম্পর্কে ওর স্বচ্ছ ধারণা থাকে ৷ আমার মনে হয় ও সেজন্যই এত সফল ৷"

ABOUT THE AUTHOR

...view details