রাঁচি, 25 ফেব্রুয়ারি: প্রথম ইনিংসে 46 রানে এগিয়ে থাকার ফায়দা বিশেষ তুলতে পারল না ইংরেজ ব্যাটাররা ৷ শোয়েব বশির এবং টম হার্টলির স্পিনের জালে প্রথম ইনিংসে যেমন হাঁসফাঁস অবস্থা হয়েছিল ভারতের, দ্বিতীয় ইনিংসে সেই একই ছবি ধরা পড়ল ইংল্যান্ড ব্যাটিংয়ে ৷ রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদবের ঘূর্ণিতে ইংরেজদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেল মাত্র 145 রানে ৷ পাঁচ উইকেট নিলেন অশ্বিন ৷ টেস্ট ক্রিকেটে এই নিয়ে 35 বার পাঁচ বা তার বেশি উইকেট নিলেন দক্ষিণী স্পিনার ৷ চার উইকেট এল কুলদীপ যাদবের ঝুলিতে ৷ একটি উইকেট রবীন্দ্র জাদেজার ৷ সবমিলিয়ে রাঁচি টেস্ট জিতে সিরিজ পকেটে পুরতে ভারতের লক্ষ্যমাত্রা 192 রান ৷ জবাবে দিনের শেষে ভারতের রান 40/0 ৷
জ্যাক ক্রলি ছাড়া দ্বিতীয় ইনিংসে দাগ কাটতে পারলেন না কোনও ইংরেজ ব্যাটারই ৷ বেন ডাকেটকে ফিরিয়ে এদিন ইংরেজদের দ্বিতীয় ইনিংসে প্রথম আঘাতটা হানেন অশ্বিনই ৷ প্রথম ইনিংসে শতরানকারী জো রুটও ফিঙ্গার স্পিনারেরই শিকার ৷ 60 রানে ক্রলিকে ফেরান কুলদীপ ৷ দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক জনি বেয়ারস্টো ৷ 30 রানে তাঁকে ফেরান জাদেজা ৷ চতুর্থ উইকেটে বেয়ারস্টোকে সঙ্গে নিয়েই প্রতিরোধের খানিক চেষ্টা করেছিলেন ক্রলি ৷ কিন্তু তাঁদের পার্টনারশিপ 45 রানের বেশি লম্বা হয়নি ৷