রাজকোট, 17 ফেব্রুয়ারি:অশ্বিনকে ছাড়াই একের পর ইংরেজ এক ব্যাটারদের প্যাভিলিয়নে ফেরত পাঠালেন ভারতীয় বোলাররা ৷ বল হাতে কামাল করলেন মহম্মদ সিরাজ ৷ একাই নিলেন চারটি উইকেট ৷ তাঁকে সঙ্গ দিলেন জাদেজা ও কুলদীপ যাদব ৷ শনিবার থেকে রাজকোট টেস্টে খেলতে নামেননি রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু তাঁর অভাব ঢেকে দিলেন ভারতের বাকি বোলাররা। শুরুটা করেছিলেন যশপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব। শেষ করলেন সিরাজ। এদিন সকাল থেকেই ব্রিটিশ ব্যাটারদের রানের গতি কমিয়ে দিয়েছিলেন ভারতীয় বোলাররা। প্রথম ইনিংসে ভারত এগিয়ে 126 রানে ৷
গতকাল 2 উইকেটে 207 রানে শেষ করেছিল ইংল্যান্ড। যে গতিতে রান করছিলেন বেন ডাকেটরা মনে হচ্ছিল, ভারতের 445 রান খুব সহজেই করে ফেলবেন। কিন্তু লাঞ্চের আগেই তিন উইকেট চলে যায় ৷ 153 রান নিয়ে যে ধারা বেন ডাকেট এগোচ্ছিলেন তাঁকে ডাগ-আউটে ফেরান চায়নাম্যান কুলদীপ যাদব ৷ ভয়ংকর হয়ে ওঠা ডাকেটকে ফেরাতেই রাশ নিজেদের হাতে নিয়ে ভারত ৷ তখন লাঞ্চের সময় 290 রানে পাঁচ উইকেট হারায় তারা। লাঞ্চের পর ইংল্যান্ড ইনিংসের লেজ ছেঁটে ফেলেন সিরাজরা ৷